আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের পুলিশ বলছে টেকনাফে মঙ্গলবার এক রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার নাফ নদীতে জোয়ারের পানিতে এ মরদেহটি ভেসে আসে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুল মজিদ বিবিসি বাংলাকে জানিয়েছেন, মরদেহটি দেখার পর তাদের মনে হয়েছে তার বয়স পঞ্চাশের বেশি।
মি: মজিদ জানিয়েছেন উদ্ধারকৃত মৃতদেহটি কিছুটা বিকৃত হয়ে গেছে। স্থানীয় বাসিন্দা এবং পুলিশ ধারণা করছে এ মৃতদেহটি কয়েকদিন ধরে পানিতে ভাসছিল।
তবে তার মৃত্যু কেন হয়েছে সেটি সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারছে না পুলিশ।
তবে স্থানীয় সাংবাদিকরা ধারণা করছেন, বার্মা থেকে নৌকায় বাংলাদেশে পালিয়ে আসার সময় নৌকাডুবিতে তার মৃত্যু হতে পারে।
গত কয়েক সপ্তাহ ধরে নৌকায় করে টেকনাফের নাফ নদী পাড়ি দিয়ে হাজার-হাজার রোহিঙ্গা মুসলমান মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা বলছেন, মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গা মুসলমানদের হত্যা, ... এবং বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করছে।
এদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বা আইওএমকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত কয়েক সপ্তাহ মিয়ানমার থেকে প্রায় ২১ হাজার রোহিঙ্গা মুসলমান সে দেশের সেনাবাহিনীর দমন-পীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে।
৬ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর