মঙ্গলবার, ০৬ ডিসেম্বর, ২০১৬, ০৪:১০:২২

সাবধান, পাকিস্তানি মুরগীর মাংসে উচ্চমাত্রায় আর্সেনিক

সাবধান, পাকিস্তানি মুরগীর মাংসে উচ্চমাত্রায় আর্সেনিক

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের করাচি শহরের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা মুরগীর মাংসে উচ্চমাত্রার আর্সেনিকের উপস্থিতি পাওয়া গেছে। মূলত শহরটির বিভিন্ন স্থানে গ্যাসোলিনের উপস্থিতির ফলে যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খাবারের মধ্যে মিশে যাচ্ছে।

তিন বছর ধরে খাবারে আর্সেনিকের প্রয়োগ নিয়ে গবেষণায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। গত সোমবার আগা খান বিশ্ববিদ্যালয়ের (একেইউ) একটি সেমিনারে এসব তথ্য জানানো হয়।

একেইউ-এর কমিউনিটি হেলথ সাইন্সের (সিএইচএস) একটি গবেষণা দল ওই সেমিনারের আয়োজন করে। তারা ভারি পদার্থ, খাদ্য, নিরাপত্তা এবং শিশু উন্নয়নের বিভিন্ন দিক সম্পর্কে তুলে ধরেন। জাপানের জিছি মেডিকেল ইউনিভার্সিটি ওই গবেষণায় সহযোগিতা করেছে।

ওই গবেষণা থেকে জানা গেছে, আর্সেনিক সদ্যজাত শিশু এবং গর্ভবতী মায়েদের স্বাস্থ্যের ব্যাপক ক্ষতি সাধন করে। পাকিস্তানের করাচি এবং গামবাতে ওই গবেষণা চালানো হয়েছে।
৬ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে