মঙ্গলবার, ০৬ ডিসেম্বর, ২০১৬, ০৯:৩৪:৫৯

জার্মানিতে বোরকা নিষিদ্ধের ডাক দিলেন অ্যাঙ্গেলা মার্কেল

জার্মানিতে বোরকা নিষিদ্ধের ডাক দিলেন অ্যাঙ্গেলা মার্কেল

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানিতে বোরকা নিষিদ্ধের ডাক দিয়েছেন দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। এসময় তিনি আর কখনই ইউরোপের শরণার্থী সংকটের পুনরাবৃত্তি করা যাবে না বলে চতুর্থবারের মতো চ্যান্সেলর পদে প্রতিদ্বন্দ্বীতার ঘোষণা দেওয়ার প্রাক্বালে তিনি এ মন্তব্য করেন। খবর দ্য ইন্ডিপেন্ডেন্টের।

খবরে বলা হয়, নিজ দল রক্ষণশীল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় মার্কেল বলেন, মুখঢাকা ইসলামি বোরকা দেশজুড়ে নিষিদ্ধের প্রস্তাব উঠলে তিনি তাতে সমর্থন দেবেন। তিনি বলেন, পুরো মুখ ঢাকা বোরকা আমাদের দেশে গ্রহণযোগ্য নয়।

এর পরপরই দলীয় ডেলিগেটরা তুমুল করতালির মাধ্যমে মার্কেলের বক্তব্যকে স্বাগত জানান। মার্কেল বলেন, ‘যেখানেই আইনসম্মতভাবে সম্ভব, সেখানেই এটি নিষিদ্ধ করা উচিত।

জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ও সিডিউ-এ মার্কেলের অন্যতম ঘনিষ্ঠ মিত্র থমাস দ্য মেইজিয়েরে আগস্টে আংশিক বোরকা নিষিদ্ধের প্রস্তাব দিয়েছিলেন। তিনি বলেন, বোরকা তার দেশে একত্রীকরণের সঙ্গে যায় না। তিনি বলেন, বিভিন্ন স্থানে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে যা আমাদের সমাজে সহাবস্থানের জরুরী। যেসব স্থানে বোরকা পরিধান নিষিদ্ধের প্রস্তাব করেন, তার মধ্যে সরকারী অফিস, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, আদালতকক্ষ ও জনসমাগমস্থল রয়েছে।

৬ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে