বুধবার, ০৭ ডিসেম্বর, ২০১৬, ১১:৪০:৫৪

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়েছে মসজিদ-ঘরবাড়ি ও বড় বড় স্থাপনা

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়েছে মসজিদ-ঘরবাড়ি ও বড় বড় স্থাপনা

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের বান্দ আচেহ প্রদেশে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে। বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রদেশটির রেড ক্রস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়। বাংলাদেশ সময় বুধবার ভোর ৪টা ১২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৬.৫। যার উৎপত্তিস্থল সিগলি থেকে ১৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূ-পৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১৭.২ কিলোমিটার।

ভূমিকম্পের পর প্রাথমিক ২ জনের প্রাণহানির খবর পাওয়া যায়। এরপর নারী-শিশুসহ ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেলেও শেষ খবর পর্যন্ত তা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির বিষয়ে এক কর্মকর্তা জানান, হাসপাতাল ও বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ১৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

ভূমিকম্প কেন্দ্রস্থলের পাশে বেশ কয়েকটি মসজিদ, ঘরবাড়ি ও বড় বড় স্থাপনা ধসে পড়েছে বলে জানা গেছে। উদ্ধারকারী কর্মকর্তারা এরইমধ্যে ভারী যন্ত্রপাতি নিয়ে কাজ শুরু করেছেন। ২০০৪ সালে ৯.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর ভৌগোলিক দিক থেকে প্রদেশটির অবস্থান বেশ নড়বড়ে হয়ে পড়ে। ওই সময় ভূমিকম্প পরবর্তী সুনামিতে দেশটিতে এক লাখ বিশ হাজার মানুষের প্রাণহানি হয়।
৭ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে