বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর, ২০১৬, ১০:২০:৩০

সবথেকে বড় খবর, মোদীকে ইস্তফার ‘নির্দেশে’ তোলপাড়

সবথেকে বড় খবর, মোদীকে ইস্তফার ‘নির্দেশে’ তোলপাড়

আন্তর্জাতিক ডেস্ক: আরজেডি প্রধান লালু প্রসাদ ফের একবার ঝাঁঝালো সুরে আক্রমন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে৷ নোট বাতিল এবং বদলের পর্বে এক মাস অতিক্রান্ত, আর তারপরেও স্বাভাবিক পরিস্থিতির দিকে তাকিয়ে সকলে৷ আর এই ইস্যুতেই লালু একের পর এক ট্যুইটে প্রশ্নের ঝড় তুললেন৷

ট্যুইটারে তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রীর ৫০দিনের সময়সীমার মধ্যে আর ২২দিন বাকি৷ ৫০দিন পরে পরিস্থিতি স্বাভাবিক না হলে কি তিনি পদত্যাগ করবেন নাকি মুখ লুকোবেন?’
তিনি পরবর্তী ট্যুইটে আরও লেখেন, ‘মোদিজী জানেন, কুড়ি শতাংশ দেশবাসী ক্যাশলেস লেনদেন করতে সক্ষম৷ নোটবাতিলের ইস্যু থেকে সকলের মন অন্যদিকে ঘুরিয়ে দিতেই তাঁর এই পদক্ষেপ৷’
তিনি আরও জানান, গ্রামের অবস্থা এবং গ্রামবাসীদের কষ্ট সম্পর্কে প্রধানমন্ত্রীর কোনও ধারণা নেই৷


আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের এই একের পর এক ট্যুইটে এখন সরগরম সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক মহল৷-কলকাতা২৪
 ৮ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে