আন্তর্জাতিক ডেস্ক : পৃথিবীর কক্ষপথ পরিভ্রমণ করা প্রথম মার্কিন মহাকাশচারী যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটর জন গ্লেন আর নেই। বৃহস্পতিবার ওহাইওর কলম্বাসের একটি হাসপাতালে এক সপ্তাহেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন থাকার পর জীবনাবসান হয় তার। মৃত্যুকালে গ্লেনের বয়স হয়েছিল ৯৫ বছর।
১৯৬২ সালের ফ্রেন্ডশিপ সেভেন স্পেস ক্যাপসুলে চড়ে পৃথিবী পরিভ্রমণ করেন মার্কিন এই নভোচারী। মানুষবাহী মহাকাশযান নিয়ে যখন সোভিয়েত ইউনিয়ন আর যুক্তরাষ্ট্র একে অপরের সঙ্গে পাল্লা দিচ্ছে তখনই পৃথিবীর কক্ষপথ পরিভ্রমণ করেন তিনি।
মহাকাশ থেকে ফেরার পর ১৯৭৪ সালে ডেমোক্যাটদের হয়ে মার্কিন সিনেটর নির্বাচিত হন গ্লেন। সিনেটর হিসেবে ২৪ বছর দায়িত্ব পালন করেন। সবশেষ ৭৭ বছর বয়সে ১৯৯৮ সালে মহাকাশ পরিভ্রমণ করেন তিনি।
২০১১ সালে জন গ্লেনকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক কংগ্রেসনাল গোল্ড মেডেল দেওয়া হয়। এক বছর পর প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁকে প্রেসিডেনসিয়াল মেডেল অব ফ্রিডমে ভূষিত করেন।
গ্লেনকে সত্যিকারের একজন আমেরিকান হিরো উল্লেখ করে তার মৃত্যুতে শোক জানিয়ে টুইট করেছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গ্লেনকে ভার্জিনিয়ার আরলিংটন ন্যাশনাল সিমেট্রিতে সমাহিত করা হতে পারে। সূত্র: বিবিসি
০৯ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম