শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬, ১২:১৬:১৮

মোদি ও অমিতের মাথা কেটে এনে দিলেই পুরস্কার! কী পুরস্কার পাওয়া যাবে? দেখে নিন

মোদি ও অমিতের মাথা কেটে এনে দিলেই পুরস্কার! কী পুরস্কার পাওয়া যাবে? দেখে নিন

আন্তর্জাতিক ডেস্ক : অন্য কোনও শাস্তি নয়। সরাসরি মাথা কেটে এনে দিতে হবে। এনে দিলেই ‘যথাযথ’ পুরস্কার দেবেন তিনি। নোটবাতিলের মাধ্যমে দেশে জরুরি অবস্থার সৃষ্টি করার জন্য এবং ২০০২ -এর গোধরা দাঙ্গার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহ-কে দায়ী করে তাঁদের মাথার জন্য পুরস্কার ঘোষণা করলেন, সমাজবাদী পার্টির নেতা তরুণ দেও যাদব। তিনি উত্তরপ্রদেশের বাগপত জেলার সমাজবাদী পার্টির প্রাক্তন যুব সভাপতি।

স্থানীয় একটি সভায় তরুণ সমর্থকদের বলেন, ‘সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। শ্রমিকরা বেতন পাচ্ছেন না। সব হচ্ছে এই নোটবাতিলের কারণে।’

একটি সর্বভারতীয় সংবাদপত্রকে তরুণ যাদব বলেন, ‘যে মোদি ও অমিত শাহের মাথা কেটে এনে দিতে পারবে, তাকেই যথাযথ পুরস্কার দেওয়া হবে।’

তরুণ যাদবের দাবি, মানুষের ক্ষোভের যথেষ্ট কারণ আছে। তিনি বলেন,‘আপনি আপনার ঠাকুমার মত বয়স্ক কাউকে চেক হাতে ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখলে মোদীকে স্বাভাবিকভাবেই গালাগালি দেবেন।’

যদিও সমাজবাদী পার্টি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তরুণের এই বক্তব্যের সঙ্গে তারা একমত নয়। পার্টি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বাগপতের পুলিশ সুপার জানিয়েছেন, তরুণ যাদবের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে।
১০ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে