সোমবার, ১২ অক্টোবর, ২০১৫, ১১:৫৫:৫৮

অান্না হাজারেকে হত্যার হুমকি দিয়ে উড়ো চিঠি

অান্না হাজারেকে হত্যার হুমকি দিয়ে উড়ো চিঠি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের খ্যাতিমান সমাজকর্মী অান্না হাজারেকে হত্যার হুমকি দিয়ে উরো চিঠি দেয়া হয়েছে। তাতে বলা হয়েছে, শিকারে জনসভা করলে হাজারেকে মেরে ফেলা হবে। এর পরিপ্রেক্ষিতে হাজারের নিরাপত্তা আরও জোরদার করেছে পুলিশ।

জানা গেছে, গতকাল অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি স্থানীয় একজনের হাতে এই চিঠি দিয়ে যায়। চিঠি জুড়ে রয়েছে অান্নার প্রতি বিষোদ্গার। তাঁকে বিদেশি এজেন্টও বলা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে, লোকপাল বিল নিয়ে ফের সরব হয়েছেন হাজারে। তাঁর দাবি, লোকপাল বিলের মাধ্যমেই দেশে পঞ্চাশ শতাংশ দুর্নীতি দূর করা সম্ভব। একইসঙ্গে সংরক্ষণ ব্যবস্থারও বিরোধীতা করেছেন তিনি।

তাঁর অভিযোগ, রাজনৈতিক লক্ষ্য পূরণের হাতিয়ার হয়ে উঠেছে এই ব্যবস্থা। তাই এটা দেশের পক্ষে ক্ষতিকর।

হাজারে ব্যালট পেপার ও ইভিএম-এ রাজনৈতিক দলগুলির প্রতীক চিহ্ন না দেওয়ার দাবি তুলেছেন। সূত্র: এবিপি আনন্দ
১২ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে