রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬, ১২:৪৫:১১

খ্রিষ্টানদের গির্জার ছাদ ধসে নিহত অর্ধশতাধিক

খ্রিষ্টানদের গির্জার ছাদ ধসে নিহত অর্ধশতাধিক

আন্তর্জাতিক ডেস্ক: খ্রিষ্টানদের গির্জার ছাদ ধসে নিহত অর্ধশতাধিক। নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের উয়ো শহরে গির্জার ছাদ ধসে পড়ে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে। গির্জাটিতে তখন নতুন বিশপের অভিষেক অনুষ্ঠান চলছিল।

তবে হতাহতের সংখ্যা আর বেশি বলে বেশ কিছু গণমাধ্যমে দাবি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এখনো অনেকেই ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে। রেইগনারস বাইবেল চার্চের ওই অনুষ্ঠানে আকওয়া ইবোম প্রদেশের গভর্নর উদোম ইমানুয়েলসহ কয়েকশ’ মানুষ উপস্থিত ছিলেন। তবে গভর্নর দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গির্জাটির নির্মাণ কাজ পুরোপুরি শেষ হয়নি। অভিষেক অনুষ্ঠানের জন্য শ্রমিকরা গত কিছুদিন ধরে দ্রুত নির্মাণ কাজ শেষ করার চেষ্টা করছিল।

গির্জা নির্মাণে নিরাপত্তার মান নিশ্চিত করার ব্যাপারে ঘাটতি ছিল কিনা সেটি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন গভর্নর ইমানুয়েল। ঘটনাস্থলের ছবিতে বড় বড় লোহার পাত এবং ধাতব বিম ভেঙ্গে পড়ে থাকতে দেখা যায়।

এ ঘটনায় ‘গভীর শোক’ প্রকাশ করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। বার্তা সংস্থা এপিকে একজন উদ্ধারকর্মী জানান, এখনো পর্যন্ত ৬০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে ক্রেন দিয়ে ধ্বংসস্তুপ সরানোর পর সংখ্যাটি আরও অনেক বাড়তে পারে।

বেঁচে যাওয়াদের একজন নাইজেরিয়ার একটি টিভি চ্যানেল ‘চ্যানেলস টিভি’র সঙ্গে সাক্ষাতকারে বলেন, গির্জায় তখন নিয়মিত সাধারণ প্রার্থনা চলছিল।

“গভর্নর পৌছানোর ২০ মিনিট পর হঠাৎ করেই ছাদটি প্রার্থনাকারীদের ওপর ভেঙ্গে পড়ে। গভর্নরকে খুব দ্রুত উদ্ধার করা হয়। কিন্তু বাকিরা এতটা ভাগ্যবান ছিলেন না,” বলেন অজ্ঞাতনামা ওই ব্যক্তি।

নাইজেরিয়ায় ভবন ধসে পড়ার ঘটনা তুলনামূলকভাবে বেশি। মূলত নির্মাণ কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার এবং নির্মাণ বিধিমালা না মানাকেই এর বড় কারণ হিসেবে মনে করা হয়।
১১ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে