আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার দক্ষিণ- পূর্বাঞ্চলে একটি গীর্জার ছাদ ধসে বহু হতাহতের ঘটনা ঘটেছে। দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি গতকাল শনিবার এ কথা জানান। রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, কমপক্ষে ২শ’ মানুষ নিহত হতে পারে।
বার্তা সংস্থা এএফপি জানায়, নাইজেরিয়ার আকওয়া ইবোম রাজ্যের রাজধানী উয়োর একটি গীর্জায় প্রার্থনা চলাকালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম বলছে, ধসে পড়া ছাদটির নির্মাণকাজ চলছিল। সরকারি গণমাধ্যম নাইজেরিয়ান নিউজ এজেন্সি বলছে, ৫০ থেকে ২শ’ জন নিহত হতে পারে। খবরে বলা হয়েছে, উদ্ধার অভিযান চলছে।
দুর্ঘটনার সময় গীর্জায় প্রাদেশিক গভর্ণরসহ শত শত মানুষ উপস্থিত ছিলেন। গভর্নর উদোম ইমানুয়েল দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি গীর্জার ভবন ধসে বহু হতাহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।
রাজ্যের গভর্নর ইমানুয়েল বলেন, রাজ্যের ইতহাসে এমন হৃদয়বিদারক ঘটনা আর ঘটেনি। তিনি বলেন, নিরাপত্তা ব্যবস্থায় কোন ঘাটতি ছিল কিনা তা খতিয়ে দেখা হবে।
দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাওয়া এক ব্যক্তি নাইজেরিয়ার একটি টিভি চ্যানেলকে বলেন, ‘গীর্জায় তখন সাধারণ প্রার্থনা চলছিল।’
নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, গভর্ণর পৌঁছানোর ২০ মিনিট পর হঠাৎ করেই ছাদটি ভেঙ্গে পড়ে। গভর্ণরকে খুব দ্রুত উদ্ধার করা হয়।
নাইজেরিয়ায় ভবন ধসের ঘটনা তুলনামূলকভাবে বেশি। মূলত: নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহার এবং নির্মাণ বিধিমালা না মানাকেই এর বড় কারণ হিসেবে বিবেচনা করা হয়।
এর আগে ২০১৫ সালের সেপ্টেম্বরে দেশটিতে একটি গীর্জা ধসে দক্ষিণ আফ্রিকার ৮৪ নাগরিকসহ ১শ ১৫ জন নিহত হয়।
১১ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসবি