রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬, ০৫:৫৬:৪৭

মিশরে খ্রীষ্টানদের গীর্জায় বোমা বিস্ফোরণে নিহত ২৫

মিশরে খ্রীষ্টানদের গীর্জায় বোমা বিস্ফোরণে নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক : মিশরের রাজধানী কায়রোতে কপ্টিক খ্রীষ্টানদের একটি গীর্জায় এক বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। মিশরের রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন নিহতের সংখ্যা আরো বেশি। এখবর জানিয়েছে বিবিসি ও সিএনএন।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলছেন, সেন্ট পিটার্স চার্চ নামের গীর্জাটিতে স্থানীয় সময় সকাল ১০টার দিকে ওই বিস্ফোরণ ঘটে - যাতে ২৬ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে।

বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায় নি। ছবি এবং ভিডিওতে দেখা যায়, চার্চটির বাইরের দিকে বেশ ক্ষতি হয়েছে, জানালা ও ছাদের কিছু অংশ ভেঙে গেছে।

মিশরের জনসংখ্যার শতকরা ১০ ভাগ কপ্টিক খ্রীষ্টান। আক্রান্ত গীর্জাটি সেন্ট মার্কস ক্যাথেড্রালের অংশ - যা দেশটির অর্থডক্স খ্রীষ্টানদের মূল কেন্দ্র এবং তাদের প্রধান হচ্ছেন পোপ দ্বিতীয় টাওয়াড্রস।

এর আগে শনিবার গিজা পিরামিডের দিকে যাবার পথে একটি পুলিশ চেকপয়েন্টে এক বোমা বিস্ফোরণে ৬ জন পুলিশ নিহত হয়। হাসেম নামে একটি নতুন জঙ্গী গ্রুপ ওই আক্রমণের দায় স্বীকার করে।

মিশরে গত কয়েক বছরে খ্রীষ্টানদের ওপর আক্রমণের সংখ্যা বেড়েছে। ২০১৩ সালেও সেন্ট মার্কস ক্যাথেড্রালে সহিংস ঘটনায় কয়েকজনের মৃত্যু হয়।

১১ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে