আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান এখন দু ভাগে বিভক্ত। এখনই সন্ত্রাসবাদের পথ থেকে সরে না এলে ১০ টুকরো হয়ে যাবে পাকিস্তান বলে মন্তব্য করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। রবিবার ভারতের জম্মু–কাশ্মীরের ‘শহিদি দিবস’ উপলক্ষে কাঠুয়ায় এক সভায় এ কথা বলেন তিনি।
রাজনাথ বলেন, ‘তারা চারবার আমাদের আক্রমণ করেছে, প্রত্যেকবারই হেরেছে। ওরা বুঝতে পেরেছে আমাদের হারাতে পারবে না। তাই সন্ত্রাসবাদের সাহায্য নিয়েছে। পাকিস্তানের বোঝা উচিত সন্ত্রাসবাদ সাহসীর অস্ত্র হতে পারে না, ভীরুর অস্ত্র।’
সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান ভারতের সামরিক এবং অসামরিক এলাকা লক্ষ্য করে গুলি চালাচ্ছে বলে ভারতের অভিযোগ। রাজনাথ স্পষ্ট করে জানিয়েছেন, ভারত কখনওই প্রথমে গুলি চালাবে না। তবে উত্তর দেবে। ধর্মীয় মেরুকরণের মাধ্যমে পাকিস্তান ভারতে ভাঙন ধরাতে চাইছে। কিন্তু তারা সফল হবে না। বরং উরি হামলার পর পাকিস্তানে যেভাবে সার্জিক্যাল অ্যাটাক চালানো হয়েছিল সে রকমভাবেই উত্তর দেওয়া হবে।
রবিবার সকালে প্রতিমন্ত্রী জীতেন্দ্র সিংকে নিয়ে কাশ্মীর পৌঁছান রাজনাথ সিং। শহীদের স্মৃতিতে শ্রদ্ধা জানান। সেনা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে তিনি নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন।
১১ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসবি