আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভোটের ফলাফল যেন তার পক্ষে যায় সে জন্য রাশিয়া কাজ করেছে এমন কথা তিনি বিশ্বাস করেন না। অবশ্য এর আগেই রাশিয়ার কর্মকর্তারা এ অভিযোগগ অস্বীকার করেছেন। খবর বিবিসির।
শনিবার সিআইএ-র কর্মকর্তারা মার্কিন সংবাদ মাধ্যমকে বলেন, তাদের এমন ধারণা জোরদার হয়েছে যে রুশ কম্পিউটার হ্যাকাররা চেষ্টা করেছে যেন নির্বাচনের ফলাফল ডোনাল্ড ট্রাম্পের পক্ষে যায় ।
রাশিয়ার সাথে সম্পর্কিত কিছু লোক ডেমোক্র্যাট শিবিরের বহু হ্যাক করে পাওয়া ইমেইল উইকিলিকস-কে সরবরাহ করেছে। এর মধ্যে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনের একজন গুরুত্বপূর্ণ সহযোগীর ইমেইলও ছিল। এসব ইমেইল ক্লিনটন শিবিরকে অপ্রস্তুত অবস্থায় ফেলে দেয়, এবং তাদের প্রচারাভিযানে এর বড় প্রভাব পড়ে।
কিন্তু এ অভিযোগকে হাস্যকর বলেও উড়িয়ে দেন ট্রাম্প। ফক্স রিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন , তিনি এসব কথা বিশ্বাস করেন না, এবং এগুলো হচ্ছে তার বিরুদ্ধে আরেকটি অজুহাত তোলার জন্য ডেমোক্র্যাটদের চেষ্টার অংশ। তিনি বলেন, ডেমোক্র্যাটরা এত বড় ব্যবধানের পরাজয়ের লজ্জা ঢাকতেই এসব করছে।
এ ছাড়া ডোনাল্ড ট্রাম্প তার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বৃহৎ তেল কোম্পানি এক্সন-মোবিলের শীর্ষ নির্বাহী রেক্স টিলারসনকে বেছে নিয়েছেন - এ খবর বেরুনোর পর তিনি বলেছেন যে তিনি ঠিকই করেছেন। টিলারসনের সাথে রাশিয়ার রাষ্ট্রপতির দাপ্তরিক বাসভবন ক্রেমলিনের ঘনিষ্ঠ সম্পর্ক আছে - এই যুক্তিতে বেশ কিছু আমেরিকান রাজনীতিক এই মনোনয়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
তা ছাড়া প্রেসিডেন্ট নির্বাচনে যেন ট্রাম্প জেতেন - এ জন্য ক্রেমলিন নানা ভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করেছে - মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ অভিযোগ তোলার খবরের পর টিলারসনের এই মনোনয়ন নিয়ে সমালোচনা বেশ জোরদার হয়ে উঠছে।
কিন্তু ট্রাম্প বলেন, টিলারম্যান এক্সনের মতো একটি অত্যন্ত-ভালোভাবে-পরিচালিত কোম্পানি চালিয়েছেন, এবং তিনি গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তিকে খুব ভালোভাবে চেনেন।
১২ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস