আন্তর্জাতিক ডেস্ক : এ যেন কোনো ভয়াবহ দুর্ঘটনা বা প্রাকৃতিক বিপর্যয়ের পরবর্তী দৃশ্য। ঘণ্টায় ঘণ্টায় ক্রমে বেড়ে চলেছে মৃতের সংখ্যা। মৃত্যুমিছিল আরো দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত রয়েছে।
এআইএডিএসকে-র দেয়া তথ্য অনুযায়ী, জয়ললিতার প্রয়াণে শোকাহত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪৭০ জনে দাঁড়িয়েছে। মৃতদের পরিবার পিছু ৩ লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে এআইএডিএসকে।
চার দিন আগে এই সংখ্যাটা জানানো হয়েছিল ৭৭। যেটা শনিবার হয় ২৮০। রবিবার দলের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হল এই সংখ্যাটা বেড়ে ৪৭০-এ দাঁড়িয়েছে। জয়াম্মার জীবনাবসানের শোকে মৃত ১৯০ জনের একটি তালিকা এদিন প্রকাশ করা হয়েছে।
মৃতদের পরিবারের প্রতি সমবোদনা জানিয়ে, পরিবার পিছু ৩ লাখ রুপি দেয়া হবে বলেও জানানো হয়।
বিবৃতিতে দাবি করা হয়েছে, ৫ ডিসেম্বর তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুর পর থেকে ৬ জন আত্মহত্যার চেষ্টা করেছেন। -টাইমস অব ইন্ডিয়া।
১২ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম