আন্তর্জাতিক ডেস্ক : দেহ দেশে ফেরানো সম্ভব হয়নি। তাই মর্গেই পচছে। অন্তত ১৫০ জন ভারতীয়ের মৃতদেহ ফেরানো সম্ভব হয়নি সৌদি আরব থেকে। ভারতের তেলেঙ্গানা ও অন্ধ্রের বাসিন্দা এইসব ব্যক্তিদের মৃতদেহ পড়ে রয়েছে সৌদি আরবের মর্গে।
সাহায্য চেয়ে রিয়াদের ভারতীয় দূতাবাসে চিঠি পাঠানো হয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের তরফ থেকে। কোনও লাভ হয়নি। এই বিষয়ে অসহায় পররাষ্ট্রমন্ত্রণালয়। বারবার জানানো সত্ত্বেও কোনও ফোন কল বা চিঠি জবাব দেয়নি সৌদি আরবের কর্মীরা। মৃত্যুর কারণ অসুস্থতা, দুর্ঘটনা, হত্যা কিংবা আত্মহত্যা। হায়দরাবাদ, করিমনগর, ওয়ারাংগল, মাহবুবনগর, নিজামবাদ সহ বিভিন্ন জায়গার কয়েক হাজার মানুষ কাজের জন্য আরবে যান। পরিসংখ্যান অনুযায়ী, ১০ লক্ষ তেলেগু কাজ করেন সৌদি আরবে। মহম্মদ তাহের নামে এমনই এক কর্মী, যিনি পেশায় কম্পিউটার প্রোগ্রামার তিনি টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন, আইনি গেরোয় আটকে যায় মৃতদের কফিন।
মাসের পর মাস পড়ে থাকে দেহ। যোগাযোগ করেও কিছু করে উঠতে পারেন না আত্মীয়রা। দুর্ঘটনায় মৃত্যু হলে ৪০ দিনের আগে ফেরানো যায় না দেহ। নিজামাবাদের এক ব্যক্তির মৃত্যু হয় হার্ট অ্যাটাকে। ছ’মাস পরে এসেছে দেহ। তার জন্য খরচ হয়েছে ৪ থেকে ৬ লক্ষ। ভারতীয় দূতাবাসের তরফে আবেদন জানানো হয় স্থানীয় পুলিশকে। তার উদ্যোগ না নিলে আর কিছু করার থাকে না ভারতীয় কর্মীদের। ফলে দিনের পর দিন পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে। কলকাতা২৪।
১২ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম