সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬, ০৪:৫৩:৩৯

আইএসআই প্রধানকে সরিয়ে দিলেন পাক সেনাপ্রধান

আইএসআই প্রধানকে সরিয়ে দিলেন পাক সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সদ্য দায়িত্ব নেওয়া নতুন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া গতকাল রোববার আকস্মিকভাবে দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধানকে সরিয়ে দিয়েছেন। খবর বার্তা সংস্থা পিটিআই এর।

সেনাপ্রধানের দায়িত্ব নেওয়ার পর বাজওয়া বড় ধরনের পুনর্বিন্যাসের অংশ হিসেবে দেশটির সামরিক বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও তাৎপর্যপূর্ণ পরিবর্তন এনেছেন বলে জানা যায়।

পুনর্বিন্যাসের এই প্রক্রিয়ায় পাকিস্তানের বিতর্কিত ও প্রভাবশালী গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধানের পদে লেফটেন্যান্ট জেনারেল রিজওয়ান আখতারের স্থলাভিষিক্ত হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল নাভেদ মুখতার।

পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, রিজওয়ান আখতারকে ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির (এনডিইউ) প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর সদ্য পদোন্নতি পাওয়া লেফটেন্যান্ট জেনারেল বিলাল আকবরকে চিফ অব জেনারেল স্টাফ করা হয়েছে।

এ ছাড়া আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক পদে পরিবর্তন আনা হয়েছে। সপ্তাহ দুই আগে সাবেক সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফের স্থলাভিষিক্ত হন বর্তমান সেনাপ্রধান বাজওয়া।

১২ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে