আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বর্ণো রাজ্যের মাইদুগুরি শহরের একটি বাজারে বোমা হামলা চালাতে সাত অথবা আট বছর বয়সী দুই কন্যাশিশুকে ব্যবহার করা হয়েছে। এই হামলায় অন্তত একজন নিহত ও ১৮ জন আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, ক্রেতা বিক্রেতার ভিড়ে বাজারটি জনাকীর্ণ অবস্থায় এ হামলা চালানো হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু দুটি এক মিনিটের ব্যবধানে বোমার বিস্ফোরণ ঘটায়। এতে দু’জনই প্রাণ হারায়। এখন পর্যন্ত কোন গোষ্ঠী বা সংগঠন এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে সাধারণত বোকো হারাম জঙ্গিরা এ ধরনের হামলা চালিয়ে থাকে।
বিগত কয়েক মাসে নাইজেরিয়ার সেনাবাহিনী জঙ্গি গোষ্ঠীটির বিরুদ্ধে অভিযান চালিয়ে ব্যাপক সাফল্য অর্জন করেছে। তা সত্ত্বেও জঙ্গিরা প্রায়ই বোমা হামলা চালাচ্ছে।
মাইদুগুরির একটি মিলিশিয়া বাহিনীর সদস্য আব্দুলকারিম জাবো গণমাধ্যমকে জানান, মেয়ে দুটির বয়স সাত অথবা আট বছর। তারা রিক্সায় করে বাজারে আসে।
তিনি আরো বলেন, প্রথম মেয়েটি বাজারের একটি দোকানে গিয়ে কোমরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে জঙ্গিরা নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ হামলা চালিয়ে আসছে।
শুক্রবার মাদাগালি শহরে নারী বোমা হামলাকারীদের জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪৫ জন নিহত ও ৩৩ জন আহত হয়।
অক্টোবর মাসে মাইদুগুরিতে আত্মঘাতী নারী বোমাহামলাকারীরা ১৭ জনের প্রাণ কেড়ে নেয়। বাস্তুচ্যুত মানুষের শিবিরে এ হামলা চালানো হয়।
১২ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসবি