আন্তর্জাতিক ডেস্ক : কলকাতার টিপু সুলতান মসজিদের ইমামের মন্তব্যের বিরুদ্ধে পাল্টা জবাব দিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এদিন কড়া ভাষায় ইমামের ফতোয়া জারির সমালোচনা করেন দিলীপ ঘোষ।
মমতা ব্যানার্জীকে উদ্দেশ্যে দিলীপ ঘোষের ‘আক্রমণত্বক মন্তব্য’-এর জেরে টিপু সুলতান মসজিদের ইমাম বরকতি বলেন, ‘মমতা ব্যানার্জীকে নিয়ে দিলীপ ঘোষ যা বলেছেন তা শরিয়ত মোতাবেক শয়তানের কাজ। আর শরিয়তে শয়তানকে পাথর ছুঁড়তে বলা হয়েছে। তাই দিলীপ ঘোষকে যেখানে দেখবেন পাথর ছুঁড়ুন’। এই ফতোয়া দেওয়ার সময় ইমামের পাশে বসে ছিলেন মমতার তৃণমূল কংগ্রেসের সাংসদ ইদ্রিশ আলি।
ফতোয়া জারির পর বিজেপির রাজ্য সভাপতি এদিন একটি সংবাদমাধ্যমকে ফোনে জানান, ‘বিজেপি ফতোয়াকে ডরায় না। এই দেশটার নাম ভারত, বাংলাদেশ বা পাকিস্তান নয়। উনাকে (ইমামকে) বলুন মমতাকে ফতোয়া শোনাতে।’
উল্লেখ্য, রোববার পশ্চিম মেদিনীপুরের এক জনসভায় দিলীপ ঘোষ বলেছিলেন, ‘দিল্লি পুলিশ কেন্দ্রের হাতে রয়েছে। আমরা ইচ্ছা করলেই তাকে (মমতা) চুলের মুঠি ধরে সরিয়ে দিতে পারতাম। কিন্তু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। তাই আমরা সেখানে কোনও বিরোধিতা করিনি।’ মমতা ব্যানার্জীকে আপত্তিকর ভাষায় আক্রমণ করায় সোমবার ইন্ডিয়ান মাইনরিটি ফোরামের একটি অনুষ্ঠানে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে পাথর ছোঁড়ার ফতোয়া শোনান ইমাম বরকতি। তার পরই মাথা চাড়া দেয় বিতর্ক।
১২ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসবি