সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬, ০৭:৩৯:৪৬

ভারতকে হুঁশিয়ারি দিয়ে শাসিয়ে দিলো চীন

ভারতকে হুঁশিয়ারি দিয়ে শাসিয়ে দিলো চীন

আন্তর্জাতিক ডেস্ক : ‘বড় দুর্ভোগ অপেক্ষা করছে’ বলে ফের ভারতকে চরম হুঁশিয়ারি চীনের। তবে এবার কোনও রাজনৈতিক নেতা নয়, ভারতের উদ্দেশে হুমকি শুনিয়ে রাখল সেদেশের সরকারি সংবাদমাধ্যম। সম্প্রতি মঙ্গোলিয়াকে আর্থিক সাহায্য করেছে ভারত। সেটাকে ‘‌ঘুষ’‌ হিসাবে বর্ণনা করেছে চীনা সংবাদমাধ্যম।

ইদানিং নেপালের সঙ্গে রেলপথ বানানোর চেষ্টা করছে চীন। ভারতের জন্য সেই কাজে কোনও বাধা সৃষ্টি হলে ভারতের জন্য বড় দুর্ভোগ অপেক্ষা করছে বলে শাসিয়েছে চীন। মঙ্গোলিয়ার অর্থনীতি চিনের ওপরে গভীরভাবে নির্ভরশীল। সেখানে ভারতের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না বলে জানিয়েছে চীন। এদিকে চীন-‌নেপাল রেলপথের অনেকটাই যাবে ভারতের ‘‌সিল্ক রুট’‌-‌এর ওপর দিয়ে।

সেক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয়, সেই কারণেই ভারতকে আগাম চাপে ফেলার চেষ্টা বলে মনে করছেন অনেকে। গত শুক্রবার নেপালের উদ্দেশে চীনা পণ্য পরিবহণকারী কয়েকটি ট্রাককে সীমান্তে আটকেছিল ভারতের সীমান্তরক্ষী বাহিনী। এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটলে চীন কড়া ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, ‘‌ভারতের অর্থনীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার ক্ষমতা চীনের রয়েছে। সেটা যেন ভারত ভুলে যায় না।’‌

১২ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে