আন্তর্জাতিক ডেস্ক: এবার টাটা ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর পদ থেকেও সরানো হল সাইরাস মিস্ত্রিকে। টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে আগেই তাঁকে সরানো হয়েছে। সোমবার টাটা ইন্ডাস্ট্রিজের এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং বা ইজিএম-এর পর এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়া হয়।
গত অক্টোবরে টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয় সাইরাস মিস্ত্রিকে। সেখানে ফিরিয়ে আনা হয় প্রাক্তন চেয়ারম্যান রতন টাটাকে। টাটা ইন্ডাস্ট্রিজ থেকে সরানোর পর এখনও সাইরাস টাটা গ্রুপের বেশ কয়েকটি কোম্পানির বোর্ডে রয়েছেন।
তবে সেখান থেকে তাঁকে সরানো এখন শুধুই সময়ের অপেক্ষা। টাটা গ্রুপের আরও ছয় কোম্পানি টাটা কনসালটেন্সি সার্ভিসেস, ইন্ডিয়ান হোটেলস, টাটা মোটর্স, টাটা কেমিক্যালস, টাটা পাওয়ার এবং টাটা স্টিলও তাদের ইজিএম ডেকেছে। টিসিএস-এর ইজিএম মঙ্গলবারই হবে বলে খবর।
টাটার শেয়ার ও বন্ডের মালিকানা রয়েছে এমন প্রথম সারির পাঁচ মিউচুয়াল ফান্ডের আধিকারিকরা জানিয়েছেন যে তাঁরা মিটিং-এ হয় রতন টাটার পক্ষে ভোট দেবে, নয়তো অনুপস্থিত থাকবেন। তাই মিটিং-এর ফলাফল রতন টাটা শিবিরের পক্ষেই যাবে, তা স্পষ্ট। -এই সময়
১৩ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ