মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১৬, ০৯:৪৯:১৮

দুপুরে স্ত্রীকে হত্যা করে রাতে থানায় আত্মসমর্পণ স্বামীর

দুপুরে স্ত্রীকে হত্যা করে রাতে থানায় আত্মসমর্পণ স্বামীর

আন্তর্জাতিক ডেস্ক : দুপুরে বচসার জেরে স্ত্রীকে খুন করে রাতে পুলিশের কাছে ধরা দিল এক ব্যক্তি। প্রায় ন’ঘণ্টা পর। সোমবার ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের তালতলা এলাকায়।

পুলিশ জানিয়েছে, এদিন রাত ৯টা ১৫ মিনিট নাগাদ তালতলা থানায় আসে ২৩, ডক্টরস লেনের বাসিন্দা পেশায় বৈদ্যুতিন সরঞ্জাম বিক্রেতা অশোক দত্ত। কর্তব্যরত পুলিশ অফিসারকে ৫৮ বছর বয়সী অশোক জানায়, দুপুর সাড়ে ১২টা নাগাদ তার সঙ্গে স্ত্রী মালার (৫২) বচসা হয়েছিল। তারপর সে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করেছে। এরপর অশোককে নিয়ে তার বাড়ি যায় পুলিশ। সেখান থেকে মালার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। রাতেই অশোককে গ্রেফতার করা হয়েছে।

বাড়ির লাগোয়াই বৈদ্যুতিন সরঞ্জামের দোকান রয়েছে অশোকের। এদিন তার দোকান বন্ধ ছিল। সকাল থেকে তাকে বা তার স্ত্রী মালাকে কেউ বাইরেও দেখেননি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রতিদিনই ওই দম্পতির মধ্যে বিবাদ হতো। মালার সঙ্গে প্রতিবেশীদের সম্পর্ক ভাল ছিল না। তাঁরা মালাকে কিছুটা এড়িয়েও চলতেন।

প্রতিবেশীর কথায়, ‘‘ওই দম্পতির কোনও সন্তান ছিল না। তাঁরা দীর্ঘদিন ধরে একটি দেবত্র সম্পত্তিতে ভাড়া থাকতেন। দু’জনের মধ্যে প্রায়ই বচসা হতো। ওদের বচসায় আমরা তিতিবিরক্ত হয়ে উঠেছিলাম।’’ অপর এক প্রতিবেশী জানান, রাতে তাঁরা কয়েকজন মিলে পাড়ার মোড়ে গল্প করছিলেন। হঠাৎ সাড়ে ৮টা নাগাদ অশোক তাঁদের এসে বলে, সে স্ত্রীকে খুন করেছে। সে নিজেও নাকি বিষ খেয়েছে। তাঁরা অশোকের কথায় বিশ্বাস করেননি। বরং তাকে এসব কথা থানায় গিয়ে বলতে বলেন।
এর কিছুক্ষণ পরে পুলিশ অশোকের বাড়ি থেকে তার স্ত্রীয়ের দেহ উদ্ধার করে। এই ঘটনায় হতবাক হয়ে যান প্রতিবেশীরা। অনেকেরই অনুমান, স্ত্রীকে খুন করে প্রায় ন’ঘণ্টা অশোক মৃতদেহের সঙ্গেই ছিল। কারণ দুপুরের পর তাকে আর বাইরে কেউ দেখেননি। -এবেলা।
১৩ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে