আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের নতুন মহাসচিব হিসেবে শপথ নিয়েছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্টনিও গুটেরেস।
সোমবার জাতিসংঘ সাধারণ অধিবেশন হলে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। তিনি এমন সময় শপথ নিলেন যখন মায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর চলছে গণহত্যা। এখন প্রশ্ন হলো- এই গণহত্যা বন্ধে জাতিসংঘের হয়ে তিনি পাশে দাড়াবেন রোহিন্দাদের? নাকি নীরব থেকে সুচিকে সমর্থন যোগাবেন?
জাতিসংঘের নবম মহাসচিব হিসেবে দায়িত্ব পাওয়া ৬৭ বছর বয়সী অ্যান্টনিও গুটেরেস ১৯৯৫ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি ২০০৫ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত টানা ১০ বছর জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থারও নেতৃত্ব দিয়েছেন।
চলতি বছরের ১৩ অক্টোবর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে নতুন মহাসচিব হিসেবে নিযুক্ত হন পর্তুগালের সাবেক এই প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, এ বছরের ৩১ ডিসেম্বর জাতিসংঘের বর্তমান মহাসচিব বান কি মুনের মেয়াদ শেষ হবে। সূত্র: রয়টার্স, ফক্স নিউজ, সিবিসি নিউজ
১৩ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম