সোমবার, ১২ অক্টোবর, ২০১৫, ০৪:১৭:১৬

রাজনীতির পাঠ নিতেই এবার ব্রিটেন ছাড়ছেন মালালা

রাজনীতির পাঠ নিতেই এবার ব্রিটেন ছাড়ছেন মালালা

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানি কন্য নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই এবার ব্রিটেন ছেড়ে আটলান্টিক পারে ক্যালিফোর্নিয়া যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানিয়েছেন, রাজনীতির প্রকৃত পাঠ গ্রহণের জন্য তিনি আমেরিকার স্বনামধন্য স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে চান। পাকিস্তানের থাকা কালিন স্কুলে যাওয়ার পথে তালেবানদের হামলার শিকার হন এই পাকিস্তনি কন্যা। পাষণ্ড তালেবানদের ছোড়া গুলি একে বারে তার মাথার খুলিতে এসে লাগে। আর তখনি চিকিৎসার জন্য পাড়ি জমান লন্ডনের বামিংহামে। বর্তমানে মালালা এবং তার পরিবার লন্ডনের বার্মিংহামেরই বাসিন্দা।

দ্য সানডে টাইমস এর বরাত দিয়ে কলকাতা ২৪ খবর প্রকাশ করেছে, জীবনযুদ্ধে জয়ী এই অষ্টাদশী ইতিমধ্যে ঘুরে ফেলেছেন ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির আইভি লিগ ক্যাম্পাস৷ তার বাবা জিয়াউদ্দিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মালালার ব্যাপারে উদ্বেগের কারণ একটাই৷ ব্রিটেন থেকে আমেরিকায় গিয়ে সেখানকার আবহাওয়ায় ও কি রকম থাকবে, সেটাই তাদের একমাত্র চিন্তার বিষয়। ব্রিটেনে সাধারণত সূর্যের দেখা পাওয়াটাই দুষ্কর৷ এত দিন সেখানেই মালালা মানিয়ে নিয়েছিল৷ কিন্তু এবার আমেরিকায় যেখানে ও যাচ্ছে, সেখানে ৩৬৫ দিনের মধ্যে ৩০০ দিনই প্রখর সূর্যালোকে বসবাস করতে হয়৷ সূর্যাস্তও হয় অনেক দেরিতে৷

এ-লেভেল যোগ্যতায় উত্তীর্ণ হওয়ার পর আগামী বছরই মালালা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ডাক পাওয়ার অপেক্ষায় রয়েছে৷ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ই এখনও পর্যন্ত তার প্রথম পছন্দ, তবে অক্সফোর্ডে ভরতি হওয়ার আশাও উড়িয়ে দেননি মালালা৷ এজবাস্টন বিদ্যালয়ের এক শিক্ষিকার সঙ্গে মালালা এই বিশ্ববিদ্যালয় ঘুরেও এসেছেন৷

শান্তির জন্য গতবারের নোবেল বিজয়িনী জানিয়েছেন, একদিন পাকিস্তানে তিনি সত্যি সত্যিই ফিরতে চান এবং একজন রাজনীতিক সেখানে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান৷ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলে পি-পি-ই (দর্শন, রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি) হবে তার এই স্বপ্নপূরণের জন্য উপযুক্ত কম্বিনেশন৷
১২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে