আন্তর্জাতিক ডেস্ক : উত্তর আফগানিস্তানের কুন্দুজ হাসপাতালে মার্কিন যুক্তরাষ্ট্রের বোমা হামলায় নিহতদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করল পেন্টাগন। ওই হামলায় আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান মেদসাঁ সঁ ফঁতিয়ের বা এমএসএফের অন্তত ২২জন কর্মকর্তা ও রোগী নিহত হয়েছে। প্রায় এক সাপ্তাহ আগে চালানো ওই হামলাটির ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, ভুল করে ওই হাসপাতালে বোমা ফেলা হয়েছে।
মূলত তালিবান জঙ্গিদের উপরেই বিমান হামলা চালানোর পরিকল্পনা ছিল আমেরিকার। সেইসময় ভুল হওয়ার ফলে জঙ্গি ঘাঁটির বদলে বোমা গিয়ে পড়ে হাসপাতালে। দাতব্য প্রতিষ্ঠান এমএসএফ এই হামলাকে যুদ্ধাপরাধ বলে উল্লেখ করে আন্তর্জাতিক একটি কমিটি গঠন করে ওই ঘটনা তদন্তের দাবি জানিয়েছে।
আমেরিকা বলছে, হামলায় যারা আহত হয়েছেন তারা এবং নিহতদের আত্মীয় স্বজনেরা এই ক্ষতিপূরণের দাবিদার হতে পারবেন। পেন্টাগনের মুখপাত্র বলছেন, এমএসএফ হাসপাতালের উপর যে হামলা হয়েছে তার পরিণতি মোকাবেলা করা খুবই জরুরি বলে মনে করে প্রতিরক্ষা দফতর। হাসপাতালটি মেরামতের জন্যে যতো অর্থ লাগবে পেন্টাগনের পক্ষ থেকে সেটাও দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই হামলার ঘটনায় প্রেসিডেন্ট ওবামা এমএসএফ ও আফগান নেতাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।
১২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/