আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে অশালীন মন্তব্যের অভিযোগ উঠেছিল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে৷ ঘটনায় ক্ষুব্ধ ছিলেন কলকাতার টিপু সুলতান মসজিদের শাহী ইমাম নুর রহমান বরকতি৷ কড়া প্রতিক্রিয়া দেন তিনি৷ এবার সে প্রসঙ্গে মুখ খুললো বিজেপি৷ বেশি বাড়াবাড়ি করলে ইমামকে পাকিস্তানে পাঠানোরও হুমকি দেওয়া হয়৷
দিলীপ ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির কড়া ভাষায় সমালোচনা করেছিলেন ইমাম৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ করেন তিনি৷ কিন্তু যে ভাষায় তিনি সমালোচনা করেন তাতে ক্ষিপ্ত রাজ্য বিজেপির একাংশ৷ আর তারপরই ইমামের প্রতি বিজেপির এই হুমকি৷ বিজেপির অভিযোগ, ইমাম যেভাবে কথা বলছেন তাতে হয়তো তিনি এদেশকে পাকিস্তান বা বাংলাদেশ ভেবে ফেলেছেন৷ আর তারপরই তাদের দাবি, প্রয়োজন হলে ইমামকে পাকিস্তানেও পাঠানো হতে পারে৷
দিল্লিতে মুখ্যমন্ত্রীর ধরনা প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতির মন্তব্যেই শোরগোল পড়েছিল৷ শাসকদলের পক্ষ থেকে তার কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছিল৷ এমনকী বাংলার রাজনীতির মান নিয়েও নানা প্রশ্ন উঠেছিল৷ যদিও মঙ্গলবার বিধানসভায় এ ব্যাপারে দুঃখপ্রকাশ করেন দিলীপবাবু৷ জানিয়ে দেন ঘটনার প্রেক্ষিতে তিনি মন্তব্য করেছিলেন, মুখ্যমন্ত্রীকে অপমান করা তার উদ্দেশ্য ছিল না৷
১৪ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস