বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬, ০২:৩৭:২৭

কী কী করতে চাইছেন নরেন্দ্র মোদি, জানিয়ে দিলেন তাঁর ৮টি লক্ষ্য

কী কী করতে চাইছেন নরেন্দ্র মোদি, জানিয়ে দিলেন তাঁর ৮টি লক্ষ্য

আন্তর্জাতিক ডেস্ক: কালো টাকা উদ্ধারের চেয়েও কীসে বেশি জোর দিলেন মোদী? এশিয়ান বিজনেস লিডারস কনক্লেভে প্রধানমন্ত্রী কী কী বললেন? বুধবার সংসদ বসলেও, হট্টগোলের কারণে স্পিকার দিনের মতো অধিবেশন মুলতুবি করে দিতে বাধ্য হন। পরে সংসদের বাইরে মুখ খোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও লিঙ্কের মাধ্যমে মালয়েশিয়াতে এশিয়ান বিজনেস লিডারস কনক্লেভে বক্তৃতা দিলেন তিনি। সেখানেও কালো টাকার প্রসঙ্গ এল।

আর কী কী বললেন জেনে নিন...

• ভারতে এখন অর্থনৈতিক পালাবদল চলছে।

• এই মুহূর্তে আমার এজেন্ডার অনেক উপরে রয়েছে অর্থ ব্যবস্থা থেকে কালো টাকা আর দুর্নীতি দুর করা। 

• তারও উপরে রয়েছে ডিজিটাইজেশন আর জিএসটি চালু করার কাজ।

• এর সুফল দেখা যাচ্ছে বিশ্বের বিভিন্ন রিপোর্টের তালিকায় ভারতের নাম অনেক উপরে উঠে আসার মধ্য দিয়ে। ওয়ার্ল্ড ব্যাঙ্কের ‘ডুইং বিজনেস রিপোর্ট’-এ ভারতের স্থান অনেকটা উঠে এসেছে। 

• আমরা সরাসরি বিদেশি বিনিয়োগের জন্য অনেক নতুন ক্ষেত্রের দরজা খুলে দিয়েছি। যেসব ক্ষেত্রে এফডিআই-এর অনুমতি ছিল, তার মধ্যে কিছু ক্ষেত্রে বিনিয়োগের ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছে।

• গত আড়াই বছরে মোট সরাসরি বিদেশি বিনিয়োগের পরিমাণ ১৩০ বিলিয়ন মার্কিন ডলার ছুঁয়েছে।

• আমাদের ‘মেক ইন ইন্ডিয়া’-র উদ্দেশ্য হল ভারত বিশ্বের উৎপাদন, নকশা আর উদ্ভাবনের হাব হয়ে উঠবে। 

• ভারতের সঙ্গে সহজে ব্যবসা করাকে সহজতর করার জন্য আমরা ডিজিটাল এবং ক্যাশলেস অর্থনীতির দিকে এগিয়ে চলেছি।-এবেলা

১৫ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে