বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬, ০৮:৫৩:০৮

ভারতের ব্যাপারে পাকিস্তানের কড়া হুঁশিয়ারি

ভারতের ব্যাপারে পাকিস্তানের কড়া হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : পরমাণু সরবরাহ ক্লাব এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তি নিয়ে ফের আপত্তি জানিয়েছে পাকিস্তান। ভারতকে ছাড় দিতে ছোট ছোট দেশগুলির ওপর চাপ তৈরি করা হলে তার ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। তাদের বক্তব্য, এনএসজিতে অন্তর্ভুক্তির ব্যাপারে ভারতের মতোই পাকিস্তানের আবেদনের সুযোগ দিতে হবে।

পাকিস্তানি কর্মকর্তারা মনে করছেন, শক্তিশালী দেশগুলি ৪৮ সদস্য বিশিষ্ট এনএসজি-তে ভারতকে সদস্যপদ দেয়ার জন্য ছোট ছোট দেশগুলির ওপর শক্তিশালী দেশগুলি চাপ তৈরি করতে পারে। এনএসজি-ভুক্ত দেশগুলি ভারতকে সদস্যপদ দেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় মাপকাঠিতে কোনো ছাড় দেবে না বলে আশা প্রকাশ করেছেন পাক পররাষ্ট্র দফতরের কর্মকর্তা কামরান আখতার। একটি কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে তিনি হুঁশিয়ারির সুরে বলেছেন, এক্ষেত্রে ভারতকে কোনোরকম ছাড় দেয়া হলে তা শুধুমাত্র পাকিস্তানই নয়, অন্য পরমাণু অস্ত্রহীন দেশগুলিতেও তীব্র প্রতিক্রিয়া দেখা দেবে।

পাকিস্তানের দাবি, এনপিটি চুক্তিতে স্বাক্ষর করেনি, এমন দেশগুলিকে সদস্যপদ দেয়ার ব্যাপারে মাপকাঠি তৈরির ব্যাপারে এনএসজি-র মধ্যে সমর্থন বাড়ছে। এরপরও ছোট ছোট দেশগুলির ওপর ভারতের সদস্যপদের জন্য চাপ দেওয়া হচ্ছে বলে পাকিস্তান অভিযোগ করেছে।
১৫ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে