বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬, ১০:৪৩:৪৮

হঠাৎ মোদির নিরাপত্তা জোরদার, কাছে ঘেঁষতে পারছেন না বিজেপি নেতারাও

হঠাৎ মোদির নিরাপত্তা জোরদার, কাছে ঘেঁষতে পারছেন না বিজেপি নেতারাও

আন্তর্জাতিক ডেস্ক : হঠাৎ করেই বাড়ানো হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা। এমকি তার দল বিজেপি নেতারাও চাইলে কাছে ঘেঁষতে পারবেন না। মোদির সভা মানেই মঞ্চে উঠতে পারবেন না নেতারা। গুনে গুনে ১১ জনকে অনুমতি দেওয়া হবে মঞ্চে ওঠার জন্য। সেই তালিকাও অনেক আগে থেকে প্রধানমন্ত্রী দফতরকে জানাতে হবে। নোটবাতিলের পরে দেশজুড়ে তাঁর বিরোধিতা চলছে। কালো টাকা খোঁজার অভিযানে দেশে সক্রিয় জঙ্গি সংগঠনগুলিও চাপে।

মনে করা হচ্ছে, এই পরিস্থিতির কারণেই নরেন্দ্র মোদীর নিরাপত্তা নিশ্চিত করতে কয়েকটি কঠোর পদক্ষেপ করছে প্রধানমন্ত্রী দফতর। সেই পদক্ষেপ জেনে ইতিমধ্যেই বিজেপি নেতৃত্ব মোদীর সমাবেশ নিয়ে নয়া নির্দেশ দিয়েছে দলের সব রাজ্য নেতৃত্বকে। বিজেপি চাইছে, যে কেউ যেন প্রধানমন্ত্রীর মঞ্চে উঠতে না পারে।

নতুন নির্দেশে বিজেপির সাধারণ সম্পাদক অরুণ সিংহ জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে কারা কারা থাকবেন এবং বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে কারা যাবেন, তার তালিকা আগেই প্রধানমন্ত্রী দফতরকে পাঠাতে হবে। সমাবেশের কমপক্ষে এক সপ্তাহ আগে এই তালিকা পৌঁছতে হবে। সে কারণে দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সেই তালিকা প্রধানমন্ত্রীর সমাবেশের ১০ দিন আগে পাঠাতে হবে। একই সঙ্গে জানাতে হবে রাজ্যের কোন প্রবীণ নেতা প্রধানমন্ত্রী দফতরের সঙ্গে যাবতীয় যোগাযোগ রক্ষা করবেন।

এ ছাড়াও প্রধানমন্ত্রী কোনও সমাবেশে গেলে তার ১০ দিন আগে থেকে সেই জায়গায় বিশেষ স্বচ্ছতা অভিযান চালাতে হবে। স্থানীয় নেতাদের সেই অভিযানের অগ্রগতির ছবি প্রতিদিন বিজেপির সদর দফতরে পাঠাতে হবে। এখানেই শেষ নয়, মোদীর জনসভা থাকলে সেখানে এমন পোস্টার ও হোর্ডিং রাখতে হবে যা দেশবাসীর প্রতি কোনও বার্তা বহন করে।  

মনে করা হচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে যে লড়াইয়ে নরেন্দ্র মোদী নেমেছেন, তাতে কালি লাগানোর জন্য যে কেউ মোদীর মঞ্চে যাতে উঠতে না পারে, সেটা নিশ্চিত করতেই উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী দফতর তথা বিজেপি। -এবেলা।
১৫ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে