বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬, ০১:৪৮:৪৩

মোদিকে অনুসরণ করছে আরও ২ দেশ

মোদিকে অনুসরণ করছে আরও ২ দেশ

আন্তর্জাতিক ডেস্ক : ৮ নভেম্বর রাতে নোটবাতিলের ঘোষণা করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানিয়েছিলেন, কালো টাকার বিরুদ্ধে পদক্ষেপ করার অন্যতম রাস্তাই এই নোটবাতিল। রাতারাতি ব্যাঙ্ক- টিএমম-পোস্ট অফিসগুলির সামনে উপচে পড়েছিল নোট বদল করতে আসা মানুষদের লাইন। এবার সেই পথে হাঁটতে চলেছে আরও দুটি দেশ। কালো টাকা রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

ইতিমধ্যেই মোদির দেখানো পথে পা বাড়িয়েছে ভেনেজুয়েলা। কালো টাকা রুখতে নোটবাতিলকেই বেছে নিয়েছেন দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এক ঝটকায় তিনিও বাতিল করে দিয়েছেন দেশের ১০০ বলিভারের নোট। একই পথে হাঁটতে পারে অস্ট্রেলিয়াও।

জানা গেছে, খুব শীঘ্রই সে দেশেও বাতিল হতে পারে ১০০ অস্ট্রেলীয় ডলার। তবে সেই টাকা কবে বাতিল করা হবে, তা সঠিকভাবে জানানো হয়নি।

মোদির হঠাৎ নোটবাতিলের সিদ্ধান্তের পরেই নোট সংকটে পড়েছে সারা দেশ। দেশে কালো টাকা ও জাল নোটের কারবার আটকানো এবং সেইসঙ্গে দেশবাসীকে ডিজিটাল ইকোনমিতে অভ্যস্ত করার লক্ষ্যেই এই পদক্ষেপ বলে সরকারের তরফে জানানো হয়েছে। এরপর থেকেই বিরোধীদের একের পর এক তোপের মুখে পড়েছে মোদি সরকার। ভেনেজুয়েলা কিংবা অস্ট্রেলিয়াতে নোট বাতিলের পর সেই একই ছবি দেখা যায় কিনা তারই অপেক্ষায় বিশ্ববাসী। -এবেলা।
১৫ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে