বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬, ০২:৫০:৩৮

টার্গেট ভারত, নতুন এই অত্যাধুনিক মিসাইল তৈরি পাকিস্তানের

টার্গেট ভারত, নতুন এই অত্যাধুনিক মিসাইল তৈরি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক : বুধবার দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্রুজ মিসাইলের সফল উৎক্ষেপণ ঘটাল পাকিস্তান। মিসাইলটির নাম বাবর। এমনই জানানো হয়েছে পাক ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনের প্রেস বিবৃতিতে।

জানা গেছে, আগের ভার্সানের চেয়েও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই নয়া মিসাইলে। শত্রুপক্ষকে ৭০০ কিমি বেগে আঘাত করতে পারে এই নয়া মিসাইল। সাগ-স্থল-আকাশ সব স্থান থেকেই নিক্ষেপ করা যাবে এটি।

ক্রুজ মিসাইল হওয়ার ফলে নানান ধরনের ওয়্যারহেড বহনেও সক্ষম এটি৷ সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মিসাইলে রয়েছে TERCOM ও DSMAC প্রযুক্তি৷ যা জিপিএস ছাড়াই টার্গেট পয়েন্টে সঠিক আগাত করতে পারে।

পাকিস্তান সেনা সূত্রে খবর, ভারতের ব্রহ্মসের সঙ্গে পাল্লা দিতে তাদের অন্যতম হাতিয়ার হয়ে উঠতে পারে বাবর৷ এই মিসাইলের উৎক্ষেপণের সময় উপস্থিত ছিলেন স্টাফ কমিটির জয়েন্ট চিফ জেনারেল জুবেইর মোহাম্মদ হায়াত৷ এছাড়া ছিলেন স্ট্র্যাটেজিক প্ল্যান ডিভিশন, স্ট্র্যাটেজিক ফোর্সের কর্মকর্তারা।
১৫ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে