বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬, ০৪:১৮:৫৭

এইমাত্র পাওয়া, মণিপুরে সিরিজ সন্ত্রাসী হামলা : নিহত ৪ পুলিশ

এইমাত্র পাওয়া, মণিপুরে সিরিজ সন্ত্রাসী হামলা : নিহত ৪ পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক: সিরিজ সন্ত্রাসী হামলায় রক্তাক্ত ভারতের মণিপুর রাজ্য। পুলিশ ও সন্ত্রাসীদের সংঘর্ষে নিহত চার৷ প্রত্যেকেই পুলিশকর্মী৷ জখম হয়েছেন আরো কয়েকজন৷

বৃহস্পতিবার সকালে প্রথম নাশকতা হয় রাজ্যের লোকচাও৷ এটি মিয়ানমার সীমান্তের লাগোয়া শহর মোরে থেকে ২১ কিলোমিটার দূরে৷কিছু পরে বঙইয়ং গ্রামের কাছে আবারো পুলিশ কনভয়ে হামলা চালায় জঙ্গিরা৷ দুটি হামলার পিছনে জড়িত এনএসসিএন গোষ্ঠী৷
জানা গেছে, সড়ক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিংয়ের৷সেই পরিকল্পনা বানচাল করতেই হামলা চালায় সন্ত্রাসীরা৷এলাকাটি চান্দেল জেলার মধ্যে পড়ে৷ মণিপুরের চান্দেল জেলা নাগা জনজাতি অধ্যুষিত৷ ফলে এখানে প্রায়ই নাগা সংগঠনের হামলা হয়৷

সম্প্রতি মুখ্যমন্ত্রী ইবোবি সিংকে ঘিরে নিয়ে এলোপাথাড়ি গুলি চালিয়েছিল সন্ত্রাসীরা৷ কোনো রকমে বেঁচে গিয়েছিলেন তিনি৷
১৫ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে