বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬, ০৮:৩৯:৫৮

কাশ্মিরে ব্যাঙ্ক ডাকাতি, পুলিশ দেখে ইট ছুঁড়লো জনতা

কাশ্মিরে ব্যাঙ্ক ডাকাতি, পুলিশ দেখে ইট ছুঁড়লো জনতা

আন্তর্জাতিক ডেস্ক : আবারো ব্যাঙ্ক ডাকাতি হলো ভারতের জম্মু-‌কাশ্মীরে।‌ ৮ নভেম্বর নোট বাতিলের ঘোষণার পর থেকে এটি তৃতীয় ডাকাতির ঘটনা। বৃহস্পতিবার পুলওয়ামা জেলার রণিতপুরার জম্মু-‌কাশ্মীর ব্যাঙ্ক থেকে ১১ লক্ষ টাকা লুঠ করে ডাকাতরা।

যার মধ্যে ১১ হাজার টাকা বাতিল নোট এবং বাকি টাকার পুরোটাই নতুন নোট। এদিন ঘটনার কিছুক্ষণ পরে ওই এলাকায় পুলিশ আসে। কিন্তু তাঁদের দেখেই ক্ষিপ্ত জনতা ইট ছুঁড়তে শুরু করে। এর আগে গত ৮ ডিসেম্বর পুলওয়ামা জেলার আরিহালে জম্মু-‌কাশ্মীর ব্যাঙ্কের একটি শাখা থেকে প্রায় ১০ লক্ষ টাকা লুঠ করে ডাকাতরা।

এরপর ২১ নভেম্বর মধ্য কাশ্মীরের বদগাম জেলার একটি ব্যাঙ্ক থেকে ১৩ লক্ষ টাকা লুঠ হয়। অনেকেই মনে করছেন ধারণা, ভারতের প্রধানমন্ত্রী নোট বাতিলের সিদ্ধান্তের পর থেকে টাকার অভাবের কারণেই এই ধরনের ডাকাতির ঘটনা ঘটছে। কেউ কেউ আবার মনে করছেন, এই ডাকাতির পিছনে জঙ্গিদের হাত রয়েছে।

১৫ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে