আন্তর্জাতিক ডেস্ক : রাষ্ট্রপতি ভবনেও সাপ! ২২ থেকে ৩১ ডিসেম্বর ভারতের তেলেঙ্গা রাজ্যে সেকেন্দরাবাদে নিজের গ্রীষ্মকালীন ভবনে থাকবেন প্রণব মুখার্জি। তার আগে বুধবার সেই ‘রাষ্ট্রপতি নিলায়ম’ থেকে পাঁচ ফুট লম্বা একটি গোখরো সাপ উদ্ধার হল। বহুদিন ধরে সাপের উৎপাত চলছিল ওই বাড়িটিতে।
রাষ্ট্রপতি সফরের কথা মাথায় রেখেই গত ৫ ডিসেম্বর থেকে সাপ উদ্ধারের কাজ শুরু হয়েছিল। ৯০ একর বিস্তৃত ভবনটি থেকে এখনও অবধি বহু সাপ উদ্ধার হয়েছে। সেগুলোর মধ্যে কয়েকটিকে জঙ্গলে ছাড়া হয়েছে। আর যে সমস্ত সাপ বিরল প্রজাতির, সেগুলোকে নেহেরু জুওলজিক্যাল পার্ক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে।
নেহেরু পার্কের সহকারী কিউরেটর এম লক্ষ্মণ জানান,‘৫ তারিখ থেকে সাপ উদ্ধারের কাজ শুরু হয়েছে। গত পাঁচ বছরে রাসেল ভাইপার, ক্রেইট, গোখরোর মত ৬৫ রকমের বিষাক্ত সাপ উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার আমরা আরও ৪ জন সাপুড়েকে কাজে লাগানো হবে। উদ্ধার হওয়া সাপেদের রাখার জন্য একটি কাঠের বাক্সেও রাখা হয়েছে রাষ্ট্রপতি ভবনে।’ শুধু সাপ ধরার ব্যবস্থাই নয়, রাষ্ট্রপতির সফরের পূর্বে ভবনটিতে অনুপ্রবেশ রুখতে নজরদারিও বাড়ানো হয়েছে।
১৫ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস