আন্তর্জাতিক ডেস্ক: নোট ব্যান ইস্যুকে কেন্দ্র করে যেভাবে বারবার লোকসভার শীতকালীন অধিবেশন ভেস্তে যাচ্ছে, তাতে অত্যন্ত ক্রুদ্ধ লালকৃষ্ণ আদভানি। ক্রমাগত এভাবে চললে, তিনি ইস্তফা দিতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন। বিজেপির বর্ষীয়ান সাংসদ বলেন, ‘আমার মনে হচ্ছে পদত্যাগ করি।’
সরকারি ও বিরোধীপক্ষের সাংসদদের হট্টগোলে সভা পরিচালনা করতে না-পারায় এদিনও অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার সুমিত্রা মহাজন। এর পরেই রুষ্ট আডবানি তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেন। একই কারণে দিন কয়েক আগেও বিরক্তি প্রকাশ করেছেন বিজেপির এই সাংসদ।
অধিবেশন চলাকালীন আদভানিকে দেখা যায় অত্যন্ত বিমর্ষ ভাবে বসেছিলেন। দিনের পর দিন এভাবে অধিবেশন বানচাল হওয়ায়, তিনি যে অখুশি, তা তাঁর অভিব্যক্তিতেই স্পষ্ট হয়ে যায়।
আদভানি বলেন, যে কোনো পরিস্থিতিতে অধিবেশন চালিয়ে যাওয়া উচিত। তাঁর কথায়, সংসদে কোনো রকম বিতর্ক ছাড়াও অধিবেশন মুলতুবি মানে সেটা সংসদেরই পরাজয়। বিষয়টিকে জয়-পরাজয় হিসেবে না-দেখে, বিতর্ক চালিয়ে যাওয়া উচিত বলেই তিনি মনে করেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি বলেন, শুক্রবার সভা যাতে শেষ অবধি চালানো যায় এটা স্পিকারকে নিশ্চিত করতে বলুন। -এই সময়
১৬ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ