আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া সংকটের সম্ভাব্য রাজনৈতিক সমাধান নিয়ে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন সালামের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করেছেন। রোববার কৃষ্ণসাগর তীরবর্তী রুশ শহর সোচিতে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও জ্বালানিমন্ত্রী আলেকজান্ডার নোভাকও উপস্থিত ছিলেন।
সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলসহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে রুশ বিমান অভিযান শুরু হওয়ার পর এই প্রথম পুতিনের সঙ্গে সাক্ষাৎ করলেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী। প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিরোধী গোষ্ঠীগুলোকে প্রায় প্রকাশ্যেই মদদ যুগিয়ে যাচ্ছে সৌদি আরব।
সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে রুশ বিমান হামলা শুরুর পর এই প্রথম পুতিনের সঙ্গে সাক্ষাৎ করলেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী। সৌদি আরবের উপ প্রধানমন্ত্রী এবং উপ যুবরাজের দায়িত্বও পালন করছেন শেখ মোহাম্মদ বিন সালমান।
বৈঠক শেষে ল্যাভরভ সাংবাদিকদের বলেন, ‘সিরিয়া সংকটের ব্যাপারে কয়েক বছর ধরেই আমরা সৌদি আরবকে সহায়তা দিয়ে আসছি। সিরিয়া ইস্যুতে সৌদি সরকার ও রাশিয়া একই মনোভাব পোষণ করছে বলে দুই পক্ষই নিশ্চিত করে। সবচেয়ে বড় কথা সিরিয়ায় কোনো সন্ত্রাসী সরকার গঠন করতে দেওয়া হবে না।’
ল্যাভরভ বলেন, সিরিয়ায় রুশ অভিযানের লক্ষ্য নিয়ে সৌদি আরব উৎকণ্ঠা প্রকাশ করেছে। তবে দেশটিতে ইসলামিক স্টেট জঙ্গিরাই বিমান হামলার লক্ষ্য বলে সৌদি প্রিন্সকে আশ্বস্ত করেছে রাশিয়া। রাশিয়া ইসলামিক স্টেট, আল-নুসরা ও সিরিয়ার অন্যান্য সন্ত্রাসী দলের ওপর হামলা চালাচ্ছে উল্লেখ করে ল্যাভরভ আরও জানান, রিয়াদকে সহযোগিতা করতে মস্কো প্রস্তুত।
এদিকে, মোহাম্মদ বিন সালাম জানিয়েছেন, সিরিয়ায় রুশ সামরিক অভিযানের ব্যাপারে রিয়াদ উদ্বিগ্ন। তবে সৌদি আরব সিরিয়ায় রাজনৈতিক সংকটের সমাধান চায়। আর একইসঙ্গে রাশিয়ার অন্যতম মিত্র বাশার আল আসাদের পতনও চায় দেশটি।
১২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/