আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরের মানুষের ওপর ভারত যে নৃশংস অত্যাচার চালাচ্ছে, তা সারা বিশ্বের সামনে তুলে ধরার দাবি করেছেন পাকিস্তানের জামাত-উদ-দাওয়া প্রধান মোহাম্মদ হাফিজ সাইদ।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সারতাজ আজিজের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
পাক নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজফফরাবাদে একটি জনসভায় তিনি বলেন, ভারতের অমৃতসরে হার্ট অফ এশিয়া কনফারেন্সে গিয়ে পাকিস্তানকে অপমান করেছেন সরতাজ আজিজ। শুধু তাই নয়, সরতাজ আজিজের ভারত সফরের ফলে, কাশ্মীরকেও অপমান করেছেন তিনি।
ভারত যেভাবে কাশ্মীরের মানুষের ওপর অত্যাচার চালাচ্ছে, তা সারা বিশ্বের সামনে তুলে ধরা উচিত বলেও দাবি করেন তিনি।
হাফিজ সাইদ বলেন, পাক নিয়ন্ত্রিত কাশ্মীরের মানুষ যেভাবে জম্মু কাশ্মীরের মানুষের পাশে দাঁড়িয়েছেন, পাকিস্তান সরকারেরও উচিত সেই একইভাবে কাশ্মীরের মানুষের পাশে দাঁড়ানো।
মুজফফরাবাদের ওই জনসভায় হাফিজ সইদের পাশপাশি আরো উপস্থিত ছিলেন- সাইদ সালাহউদ্দিন, রেহমান মাকি, আবদুল আজিজ আলি, লিয়াকত বেলোচ প্রমূখ। সূত্র: গ্রেটার কাশ্মীর
১৬ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম