আন্তর্জাতিক ডেস্ক : 'বরফ মহিলা'! 'গাড়ির মধ্যেই বসে থেকে জমে বরফ হয়ে গেছেন এক মহিলা'। হাডসন পুলিশের কাছে ঠিক এই মর্মেই একটা ফোন পৌঁছায়। তড়িঘড়ি ছুটে আসে পুলিশ। ভাঙা হয় জানলার কাচ। আর তারপরই ভ্যাবাচ্যাকা খেয়ে যায় পুলিশ।
গাড়ির মধ্যে বসে একটি ম্যানিকুইন। কোনও মহিলা নয়। ওই ম্যানিকুইনের মুখে জড়ানো অক্সিজেন মাস্ক। যা বাইরে থেকে দেখলে মনে হচ্ছে 'জমে বরফ' হয়ে গেছেন ওই মহিলা। যা দেখেই ভুল হয় পুলিশের।
গাড়ি মালিককে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, তিনি চিকিত্সা সংক্রান্ত জিনিসপত্র বিক্রি করে থাকেন। আর তার কাজে যাতে 'সাহায্য' হয়, তাই তিনি ওই ডামি ব্যবহার করে থাকেন।
১৭ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস