শনিবার, ১৭ ডিসেম্বর, ২০১৬, ০৭:৩৩:৪৬

মোদির সার্জিক্যাল স্ট্রাইক নাটক ছিল : রাহুল গান্ধী

মোদির সার্জিক্যাল স্ট্রাইক নাটক ছিল : রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক : ‘৯৪ শতাংশ কালোটাকার পিছনে না দৌড়ে মাত্র ৬ শতাংশ কালোটাকার পিছনে দৌড়েছেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর উচিত ছিল দেশের যে ১ শতাংশ কালোটাকার কারবারি রয়েছে, তাদের শিক্ষা দেওয়া।

তার বদলে ৯৯ শতাংশ আম-জনতাকে চরম হেনস্থার মধ্যে ফেলে দিয়েছেন।’ এই ভাষাতেই শনিবার কর্নাটকের বেলগামে তীব্র আক্রমণ শানালেন রাহুল গাঁন্ধী। খবর এবেলার।

এদিন কৃষকদের এক সভায় বক্তব্য রাখছিলেন রাহুল গাঁন্ধী। সেখানেই তিনি নোটবাতিল নিয়ে নরেন্দ্র মোদির বিরুদ্ধে সরব হন কংগ্রেস সহ-সভাপতি। রাহুল বলেন, ‘মোদির যাদের মারার কথা ছিল, তাদের না মেরে দেশের ৯৯ শতাংশ সাধারণ মানুষকে মেরেছেন। দুর্নীতি আর কালো টাকার উপরে সার্জিক্যাল স্ট্রাইক হানা হয়েছে বলে উনি নতুন নাটক করছেন। এটা কোনও সার্জিক্যাল স্ট্রাইক নয়, এটা পরমাণু বোমা বিস্ফোরণ।’

নোটবাতিল-কে ‘মোদী মেড ডিজাস্টার’ বলেও তীব্র কটাক্ষ করেন রাহুল গাঁধী। এদিনের সভায় তিনি অভিযোগ করেন, ‘সংসদে ফিদেল কাস্ত্রোর প্রয়াণে নীরবতা পালন করতে পারেন মোদি। কিন্তু নোট বাতিলের জেরে মৃতদের জন্য শোক জানানোর সময় পান না তিনি।’

‘নোটবাতিল কোনওভাবেই কালোটাকার কারবারিদের নির্মূল করার উদ্যোগ নয়’, মন্তব্য করেন রাহুল। ‘নরেন্দ্র প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পের বিদেশে এবং সুইস ব্যাঙ্কে থাকা কালোটাকা ফেরাবেন বলে আশ্বাস দিয়েছিলেন। এই টাকা দেশে ফিরলে পিছিয়ে পড়া প্রত্যেক আম-ভারতবাসীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে জমা দেওয়া হবে। এই টাকা কোথায় গেল?’ — এই প্রশ্নও এদিন তোলেন রাহুল।
১৭ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে