আন্তর্জাতিক ডেস্ক : সন্ধ্যা ৬.৪৫ মিনিট। হঠাৎ ৯৯৯ নম্বরের এমারজেন্সি ফোনটা বেজে ওঠে। রোজকার মতোই আয়ারল্যান্ডের কাউন্টি লাউথের পুলিশ স্টেশনে তখন ফোন ধরলেন অফিসার গারদা। কর্তব্যের টানে এর পর ছুটে গেলেন পুলিশ স্টেশন থেকে কিছুদূরের আক্রান্তের বাড়িতে।
দরজা খুলতেই ওই পুলিশ অফিসারের দিকে ভেসে এল মুহুর্মুহুর গুলি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পুলিশ অফিসারের। সোমবার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে খুনি কোনও এক সময়ে ওই পুলিশ স্টেশনেই আটক ছিল। বদলা নিতে ৯৯৯-এর আপতকালীন নম্বরে ফোন করে অফিসারকে ডেকে এনে খুন করা হয়েছে।
মৃত গারদা বর্তমানে ৮৮ নম্বর আয়ারল্যান্ড পুলিশ ব্যাটেলিয়ানের সদস্য। এর আগে ২০১৩ সালেও একই পদ্ধতিতে খুন করা হয়েছিল আরও এক পুলিশ অফিসারকে। ঘটনার তদন্ত করছে আয়ারল্যান্ডের জাতীয় গোয়েন্দা বিভাগ।
১২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/