শনিবার, ১৭ ডিসেম্বর, ২০১৬, ০৯:১৭:৫২

ভারতের গোয়েন্দা সংস্থা RAW ও IB নতুন প্রধানের নাম ঘোষণা

ভারতের গোয়েন্দা সংস্থা RAW ও IB নতুন প্রধানের নাম ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দুই গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার নতুন প্রধানের নাম ঘোষণা হল শনিবার। ইনটেলিজেন্স ব্যুরো(IB) প্রধান হলেন রাজীব জৈন এবং রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং(RAW)-এর প্রধান হলেন অনিল ধাসমানা।

১৯৮০-র ব্যাচের ঝাড়খণ্ড ক্যাডারের অফিসার রাজীব জৈন। আইবি-র স্পেশাল ডিরেক্ট পদে ছিলেন তিনি। এর আগে দিল্লি ও আমেদাবাদের আইবি-র প্রধান ছিলেন রাজীব জৈন। চলতি মাসেই অবসর নিচ্ছেন আইবি প্রধান দীনেশ্বর শর্মা। তার জায়গায় এলেন রাজীব জৈন।

এছাড়া, র’-এর নতুন প্রধান অনিল ধাসমানা ১৯৮০ ব্যাচের মধ্যপ্রদেশ ক্যাডারের অফিসার। তিনি এই গোয়েন্দা সংস্থার সেকেন্ড-ই-কমান্ড ছিলেন। বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। চলতি মাসে শেষে অবসর নেবেন র’ প্রাণ রাজিন্দর খান্না। খান্নার স্থানে দায়িত্ব গ্রহণ করবেন ধাসমানা।

১৭ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে