শনিবার, ১৭ ডিসেম্বর, ২০১৬, ০৯:২৬:২৭

এত পীরিত কীসের? ভারতকে হুঁশিয়ারি দিলো ক্ষুব্ধ চীন

এত পীরিত কীসের? ভারতকে হুঁশিয়ারি দিলো ক্ষুব্ধ চীন

আন্তর্জাতিক ডেস্ক : তিব্বতি ধর্মগুরু দালাই লামা ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জীর সঙ্গে সাক্ষাৎ করায় তীব্র ক্ষোভ প্রকাশ করল চীন। এই সাক্ষাতের পরেই চীনের তরফে উষ্মা প্রকাশ করে বলা হয়েছে,  ভারতকে তাদের মূল স্বার্থকে সম্মান করা উচিত যাতে দ্বিপক্ষীয় সম্পর্কে কোনও বাধা না আসে।

গতকাল শুক্রবার ভারতের বিদেশ মুখপাত্র বিকাশ স্বরূপ অবশ্য চীনের আপত্তিকে নাকচ করে দিয়ে বলেছেন, ‘দালাই লামা একজন শ্রদ্ধেয়, সম্মানীয় ধর্মীয় নেতা। উনি শিশু কল্যাণে উৎসর্গ করা একটি অরাজনৈতিক অনুষ্ঠানে এসেছিলেন।’

একইদিন চীনা পররাষ্ট্র মুখপাত্র গেং শুয়াং বলেন, ‘সম্প্রতি চীনের আনুষ্ঠানিক কঠোর বিরোধিতা সত্ত্বেও ভারত তাদের প্রেসিডেন্ট ভবনে চতুর্দশ দালাই লামার দর্শনের ব্যবস্থা করতে তৎপর হয়ে ওঠে। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দেওয়াসহ ভারতের প্রেসিডেন্টের সঙ্গেও তিনি সাক্ষাৎ করেন। চীন এতে অত্যন্ত অসন্তুষ্ট এবং এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে।’  

গেং শুয়াং আরও বলেন, ‘দালাইলামা রাজনৈতিক নির্বাসনে রয়েছেন এবং দীর্ঘ সময় ধরে তিনি চীন বিরোধী তৎপরতায় শামিল রয়েছেন। তিনি ধর্মের নামে তিব্বতকে চীন থেকে আলাদা করার চেষ্টা করছেন। তার সঙ্গে অন্য দেশের কর্তৃপক্ষের সম্পর্কের কঠোর বিরোধিতা করছে চীন।’

চীনা মুখপাত্র আরও বলেন, ‘আমরা ভারতীয় পক্ষকে বলতে চাই দালাইলামাকে চীন বিরোধী বিচ্ছিন্নতাবাদী হিসেবে দেখতে, চীনের মূল স্বার্থ এবং উদ্বেগকে সম্মান জানাতে এবং ভারত ও চিনের মধ্যে নেতিবাচক প্রভাব সৃষ্টিকারী বিষয়কে দূর করতে ভারত সঠিক পদক্ষেপ গ্রহণ করুক।’

এর আগে অরুণাচল প্রদেশে তিব্বতি ধর্মগুরুকে আমন্ত্রণের ফলে সীমান্ত এলাকায় শান্তি এবং স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হবে বলে বেজিং বিদেশ মুখপাত্র লু কাং হুঁশিয়ারি দিয়েছিলেন। সেই বারও ভারত চীনের আপত্তিকে নাকচ করে দিয়েছিলেন।

১৭ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে