শনিবার, ১৭ ডিসেম্বর, ২০১৬, ১০:০৭:৪৩

সিরিয়া যুদ্ধের জন্য নিজেকে সব সময় দায়ী মনে হয় : ওবামা

সিরিয়া যুদ্ধের জন্য নিজেকে সব সময় দায়ী মনে হয় : ওবামা

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় স্নিপারের গুলিতে শিশু হত্যা ও বিশ্বজুড়ে নৃশংস হত্যাকাণ্ডের জন্য নিজেকে অনেকটাই দায়ী বলে মনে করেন বারাক ওবামা। বিদায়ের আগে সর্বশেষ সংবাদ সম্মেলনে  এসব বিষয়ে কথা বলার সময় আবেগে ভেঙে পড়েন বিদায়ী এই মার্কিন প্রেসিডেন্ট।

সদ্যনির্বাচিত রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউসে শপথ নেবেন। তার আগে শুক্রবার সম্ভবত শেষ এবং দীর্ঘ সংবাদ সম্মেলনে সিরিয়ায় রাশিয়া ও ইরানের হামলা, যুদ্ধের ব্যর্থতা ও প্রেসিডেন্টের সীমিত ক্ষমতা নিয়ে কথা বলেছেন তিনি। সিরিয়া যুদ্ধ ইস্যুতে শুক্রবার ওই সংবাদ সম্মেলনে ওবামা বলেন, নিজেকে সব সময় দায়ী মনে হয়।

শান্তিতে নোবেল জয়ের মাধ্যমে ওবামার দ্বিতীয় মেয়াদের শুরু হলেও শেষ হতে চলেছে শীতল যুদ্ধের মধ্য দিয়ে। সংবাদ সম্মেলনে শুধুমাত্র আলেপ্পোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগ্রাসনের বিরুদ্ধেই নিন্দা জানাননি ওবামা বরং মার্কিন নির্বাচনে রুশ সাইবার হামলারও নিন্দা জানান তিনি।

তিনি বলেন, আলেপ্পো নগরীতে সিরীয় সরকার ও এর মিত্র রাশিয়া এবং ইরানের হিংস্র নিপীড়নের ভয়াবহতার মধ্যে আমরা ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছি। ওবামা বলেন, আমরা বেসামরিক ও অবরুদ্ধ নাগরিকদের বিরুদ্ধে ইচ্ছাকৃত কৌশল দেখেছি। আমরা মানবিক ত্রাণ কর্মী ও মেডিক্যাল কর্মীদের নির্বিচারে লক্ষ্যে পরিণত করতে দেখেছি। সেখানে বেসামরিক নাগরিকদের অব্যাহতভাবে মৃত্যুদণ্ড কার্যকরের খবর আসছে। এসব কিছুই হচ্ছে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে।  

ওবামা জোর দিয়ে বলেন, এই বর্বরতার জন্য আসাদ ও তার মিত্র ইরান এবং রাশিয়া দায়ী। এই রক্ত এবং নৃশংস হত্যার রক্ত তাদের হাতে লেগে রয়েছে। আলেপ্পোর নৃশংস ধ্বংসযজ্ঞের জন্য তিনি নৈতিক দিক থেকে নিজেকে দায়ী মনে করেন কিনা; এমন এক প্রশ্নের জবাবে বিদায়ী এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি সব সময় নিজেকে দায়ী মনে করি। আমি নিজেকে দায়ী মনে করি; যখন স্নিপারের গুলিতে শিশুদের হত্যা করা হয়। যখন লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হচ্ছে তখন নিজেকে দায়ী মনে হয়।

১৭ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে