রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১৬, ০৯:৩৮:৩৮

ফিলিস্তিনি মুক্তিকামী হামাসের ড্রোন কমান্ডার নিহত, ইসরাইলের বিরুদ্ধে চরম প্রতিশোধের ঘোষণা

ফিলিস্তিনি মুক্তিকামী হামাসের ড্রোন কমান্ডার নিহত, ইসরাইলের বিরুদ্ধে চরম প্রতিশোধের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : গাজার ফিলিস্তিনি গ্রুপ হামাসের মনুষ্যবিহীন বিমান ড্রোন বিভাগের প্রধান মোহাম্মদ আল-জাওয়ারি নিহত হয়েছেন। বৃহস্পতিবার তিউনিসে তাকে গুলি করে হত্যা করা হয়। হামাস এই হত্যাকাণ্ডের জন্য ইসরাইলকে দায়ী করেছে। তিনি কয়েক দিন আগে তিউনিস গিয়েছিলেন। হামাস এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবে বলে ঘোষণা করেছে।

৪৯ বছর বয়স্ক জাওয়ারিকে তার গাড়িতে গুলি করে হত্যা করা হয়। হামলায় চারটি ভাড়া করা গাড়ি ব্যবহার করা হয়।

অ্যাভিয়েশন ইঞ্জিনিয়ার জাওয়ারি ১০ বছর ধরে হামাসের সামরিক শাখার সাথে জড়িত ছিলেন। তার ড্রোন বাহিনী ইসরাইলের জন্য বেশ ভয়ের কারণ হয়ে ওঠেছিল।

হামাস জাওয়ারি হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করেছে। হামাসের বিবৃতিতে বলা হয়, ‘তিউনিশিয়ায় কমান্ডার মোহাম্মদ আল-জাওয়ারির হত্যাকাণ্ড আরব ও মুসলিম বিশ্বকে আবারও স্মরণ করিয়ে দেয় যে, জায়নবাদী শত্রু এবং তাদের অনুচররা পাশেই মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। আর তাদের নোংরা খেলা খেলে যাচ্ছে।


হামাসের সশস্ত্র উইং আল-কাসাম ব্রিগেড তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে জাওয়ারিকে ‘কমান্ডার’ উল্লেখ করে একটি পোস্টারও পোস্ট করেছে।


এদিকে, ইসরায়েলি মন্ত্রী তাচি হানেবি দেশটির প্রখ্যাত টেলিভিশন চ্যানেল ওয়ানকে বলেন, আমি আশা করি, এই ইস্যুটি আমাদের ওপর আরোপ করা হবে না। তা আমাদের সঙ্গে জড়িত নয়, আর যেসব মানুষকে আটক করা হয়েছে, তাদের কারও সঙ্গে আমাদের কোনও সংযোগ নেই।’ তাচি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অত্যন্ত ঘনিষ্ট বলে পরিচিত।


১৮ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে