রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১৬, ১১:৩০:৫১

মার্কিন ড্রোন আটকের বিষয়ে মুখ খুলল চীন

মার্কিন ড্রোন আটকের বিষয়ে মুখ খুলল চীন

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ চীন সাগর দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতেই মার্কিন নৌবাহিনীর সমুদ্রড্রোনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে চীন। বৃহস্পতিবার একটি ছোট নৌকার সাহায্যে মার্কিন সমুদ্র গবেষণায় নিয়োজিত জাহাজের কাছ থেকে এ ড্রোনকে আটক করে চীন।

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াং ইউজুয়ান আরো বলেন, নিরাপদে জাহাজ ও মানুষের চলাচলের পথে বিপদ হয়ে উঠেছিল সাগর তলের মার্কিন যন্ত্র। এটি খতিয়ে দেখার জন্য চীনা লাইফবোট পেশাদার এবং দায়িত্বশীল মনোভাবের পরিচয় দিয়েছে বলেও জানান তিনি।

খতিয়ে দেখার পর যন্ত্রটি আমেরিকাকে ফেরত দেয়া হবে উল্লেখ করে তিনি আরো বলেন, যন্ত্রটি আসলে একটি সাগরতলের ড্রোন।

এর আগের খবরে বলা হয়েছে, সমুদ্রডোন আটকের বিষয়ে ওয়াশিংটনের সাথে যোগাযোগ রক্ষা করেছে বেইজিং। চীনা সাগরে আমেরিকার নজরদারি বন্ধের আহ্বান জানিয়ে বেইজিং বলেছে, ড্রোন আটকের ঘটনা নিয়ে অনর্থক হৈ চৈ করছে আমেরিকা। সূত্র : ওয়েবসাইট
১৮ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে