আন্তর্জাতিক ডেস্ক : ভোটে জিতে এখনও আনুষ্ঠানিকভাবে মসনদে বসা হয়ে ওঠেনি৷ এর মধ্যেই নিজের আগ্রাসী মনোভাব বারবার প্রকাশ করে চলেছেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এবার সরাসরি চীনকে চোর আখ্যা দিলেন তিনি৷
ডোনাল্ড ট্রাম্প বলেছেন "ওয়াশিংটনের উচিত চীনের জব্দ করা মানুষবিহীন ডুবোযানটি ফেরত না নিয়ে সেটি চীনের কাছেই রাখতে দেওয়া"। এর আগে তিনি চীনকে অভিযুক্ত করে বলেন 'মার্কিন ডুবোযানটি তারা চুরি করেছে'।
গত বৃহস্পতিবার দক্ষিণ চীন সাগরে আমেরিকার একটি সামুদ্রিক ড্রোন আটক করে চীনা সেনা৷ পেন্টাগনের তরফে দাবি করা হয়, ড্রোনটি দক্ষিণ চীন সাগরে গবেষণামূলক কাজ করছিল, যখন চীন সেটিকে আটক করে৷ চীনের পাল্টা দাবি, ড্রোনটি তাদের জলসীমায় ঢুকে পড়েছিল বেআইনিভাবে৷
হোয়াইট হাউস সূত্রে খবর পাওয়া গিয়েছিল, ড্রোনটি ফিরিয়ে আনার জন্য চীনের সঙ্গে বোঝাপড়া শুরু করা হয়েছে৷ এমন সময় বিস্ফোরক টুইটে চীনকে আক্রমণ করেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট৷ ট্রাম্প লিখেছেন, আমাদের চীনকে বলা উচিত ওই ড্রোনটি আমরা চাই না যেটা ওরা চুরি করেছে – সেটা ওরাই রাখুক৷
১৮ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস