আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া বলিভিয়ার যে বিমানটি ২৯ নভেম্বর বিধ্বস্ত হয় তার চালক যথাযথভাবে প্রশিক্ষিত ছিলো না। একটানা দীর্ঘ সময় ধরে কোন বাণিজ্যিক বিমান চালানোর মতো অভিজ্ঞতা তার ছিল না। শনিবার কো-পাইলটের পক্ষ থেকে এক আইনজীবী একথা জানান।
এই দুর্ঘটনায় ব্রাজিলের ফুটবলারসহ বিমানটির ৭১ আরোহী প্রাণ হারায়। খবর বার্তা সংস্থা এএফপি’র। আইনজীবী ওমর দূরান দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এবিআইকে বলেন, ‘আমরা জানতে পেরেছি পাইলট মিগুয়েল কুইরোগে’র বাণিজ্যিক ফ্লাইট চালানোর জন্য প্রয়োজনীয় দীর্ঘ সময় বিমান চালানোর মতো প্রশিক্ষণ ছিল না।’
তিনি কো-পাইলট ফার্নান্ডো গোইটিয়া’র পরিবারের আইনজীবী। দোইটিয়াও কুইরোগ’র সঙ্গে এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। লামিয়া এয়ারলাইন্সের বিমানটি মেডেলিনের বাইরে একটি পাহাড়ে বিধ্বস্ত হয়।
এই ঘটনায় ব্রাজিলের ফুটবল দলের অধিকাংশ খেলোয়াড় নিহত হয়। এরা একটি ফুটবল ম্যাচে অংশ নেয়ার জন্য যাচ্ছিল। দুর্ঘটনার আগে পাইলট জরুরি ভিত্তিতে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে রেডিও’র মাধ্যমে যোগযোগ করেন। তিনি বিমানটির জ্বালানী ফুরিয়ে যাওয়ার কথা জানান। এই ঘটনায় ৬ জন প্রাণে রক্ষা পেয়েছে।
১৮ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস