আন্তর্জাতিক ডেস্ক: বড় নাশকতা ঘটাতে ৫ পাকিস্তানি জঙ্গি এখন ভারতে রয়েছে। গোয়েন্দা সূত্রে এ খবর পাওয়ার পরেই, সোমবার নয়াদিল্লির তরফে ভারতজুড়ে জঙ্গি সতর্কতা জারি করা হয়েছে।
রিপোর্টে ভারতীয় গোয়েন্দারা ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রদফতরকে জানিয়েছে, অতিসম্প্রতি ওই ৫ জঙ্গি ভারতে ঢুকেছে। এই রিপোর্ট হাতে পাওয়ার পর আর কোনও ঝুঁকি নিতে চায়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্রদফতর। প্রতিটি রাজ্যকে সতর্ক করে নির্দেশ দেওয়া হয়, রেলস্টেশন, মার্কেট, বাস টার্মিনাসের মতো শহরের যেসমস্ত এলাকায় ভিড় বেশি হয়, সেখানে বাড়তি ফোর্স দিতে হবে। একইসঙ্গে সাম্প্রদায়িক উত্তেজনাকর পরিস্থিতি যাতে তৈরি না-হয়, সেদিকেও নজর রাখতে বলা হয়েছে।
নবরাত্রি, দুর্গাপুজা, দশেরা ও মহরমের মতো উত্সব উদযাপনের আগে দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদের মতো প্রধান শহরের পুলিশকে আলাদা করে সতর্ক করেছে নয়াদিল্লি। মসজিদ, দরগার সামনে উস্কানিমূলক কিছু যাতে না ঘটে, সেদিকেও লক্ষ্য রাখতে বলা হয়েছে। জোর করে চাঁদা আদায়, ইভটিজিং থেকে অনেক সময় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হতে পারে। তাই, এসব ঘটনা সম্পর্কেও পুলিশকে সচেতন থাকতে বলা হয়েছে।
১৩ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি