রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১৬, ০৯:০৭:৫৪

আইএসের আত্মঘাতী হামলায় মৃত ৩০ সেনা

আইএসের আত্মঘাতী হামলায় মৃত ৩০ সেনা

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের আদেন শহরে আইএস হানায় ৫০ জনের মৃত্যুর পর এক সপ্তাহও কাটল না। আবার আত্মঘাতী হানায় মৃত্যু হল ৩০জন ইয়েমেনি সেনার। রবিবার শহরের উত্তর–পূর্ব দিকের আল সলবান ছাউনিতে মাইনে নিতে সেনারা লাইন দিয়েছিলেন।

সেই সময়ই ডিটোনেটর বিস্ফোরণ ঘটায় এক জঙ্গি। যু্দ্ধ বিধ্বস্ত ইয়েমেনের দক্ষিণ এবং পূর্ব দিকে এখনও সক্রিয় আই এস। কয়েক মাস ধরে এই জিহাদি গোষ্ঠীকে বিচ্ছিন্ন করতে প্রচার চালাচ্ছে ইয়েমেনি কর্তৃপক্ষ। ইয়েমেনি সেনার সঙ্গে বিদ্রোহী হুথে গোষ্ঠীর লড়াই গৃহযুদ্ধের চেহারা নিয়েছে। এই অবস্থার ফায়দা তুলে প্রভাব বিস্তারে সক্রিয় আই এস এবং আল কায়দা।

ইয়েমেনের দ্বিতীয় শহর আদেনে তারা পালা করে হামলা চালাচ্ছে। ১০ ডিসেম্বর হামলায় ৫০ জনের মৃত্যু নিয়ে দূরত্ব তৈরি করে আল কায়দা জানিয়েছিল, ‘‌মুসলিমদের রক্ত ঝড়ুক’‌ তারা তা চায় না। তাদের লক্ষ্য ‘‌আমেরিকা এবং তাদের সহযোগীরা’‌।

কয়েক দশক ধরে ইয়েমেনে সক্রিয় আল কায়দা। তেল সমৃদ্ধ সৌদি আরব এবং সেখান থেকে তেল পাঠানোর রাস্তা ছিল আল কায়দার নিয়ন্ত্রণে। তবে বিশেষজ্ঞরা বলছেন, আল কায়দার রমরমায় থাবা বসিয়েছে মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন আইএস।
 
১৮ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে