আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সামিরক বাহিনীর একটি বিমান সাইবেরিয়া অঞ্চলের ইয়াকুতিয়া অঞ্চলে বিধ্বস্ত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার বৈরী আবহাওয়ার কারণে রাশিয়ার পশ্চিমের নিকববর্তী বুলুন জেলায় বিধ্বস্ত আইএল-১৮ বিমানটিতে ৩২ যাত্রী ও ৭ জন ক্রু ছিলেন।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, আরোহীদের মধ্যে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে পাঁচজনের জীবিত থাকার তথ্য নিশ্চিত হওয়া গেছে।
রাশিয়ার এমআই-৮ নামের তিনটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়া বিমান থেকে হতাহতদের উদ্ধার কার্যক্রম করছে।
১৯ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম