আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে অস্ত্র রফতানি সীমিত করেছে বলে গণমাধ্যমে যে খবর বেরিয়েছিল তা অস্বীকার করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের। তিনি উল্টো দাবি করেছেন, রিয়াদ আসলে ওয়াশিংটনের কাছ থেকে স্মার্ট বোমা পাওয়ার অপেক্ষায় রয়েছে।
রোববার রিয়াদে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে জুবায়ের আরো বলেন, আমেরিকা তার দেশের কাছে প্রতিশ্রুত অস্ত্র রফতানি কমিয়ে দেবে বলে গণমাধ্যমে যে খবর বেরিয়েছে সে সম্পর্কে তিনি আমেরিকার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বার্তা পাননি। গণমাধ্যমে আসলে বাস্তবতার সাথে সাংঘর্ষিক খবর প্রকাশিত হয়েছে।
ফরাসি বার্তা সংস্থার খবর সম্পর্কে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এটি নিছক গণমাধ্যমের খবর। এ ব্যাপারে মার্কিন সরকারের পক্ষ থেকে রিয়াদ কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি। বাস্তবতা হচ্ছে, আমরা সাধারণ বোমার পরিবর্তে বরং স্মার্ট বোমা আসার অপেক্ষায় আছি। কারণ স্মার্ট বোমার কার্যকারিতা বেশি।”
সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি তার সৌদি সমকক্ষকে সমর্থন করে বলেন, রিয়াদকে অস্ত্র সরবরাহ প্রক্রিয়ায় কোনো বিলম্ব হবে না এবং এ প্রক্রিয়াকে যথাসম্ভব দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি ব্যক্তিগতভাবে চেষ্টা করছেন। সূত্র : ওয়েবসাইট
১৯ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম